নাজমুস সাকিব
নাজমুস সাকিব আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশি কুরআন মুখস্তকারী।[2] তিনি ২০১৩ সালে সর্বোচ্চ সুন্দর কোরআন তেলাওয়াতকারী হিসেবে দুবাইতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় পবিত্র কোরআন পদক প্রাপ্ত হাফেজ।[3]
নাজমুস সাকিব | |
---|---|
জন্ম | [1] | ২৯ মার্চ ২০০১
জাতীয়তা | বাংলাদেশ |
কর্মজীবন | ২০০৬–বর্তমান |
পরিচিতির কারণ | আন্তর্জাতিক পুরুস্কারপ্রাপ্ত কুরআন মুখস্তকারী |
টেলিভিশন | এনটিভি |
উপাধি | পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতায় বিজয়ী |
পিতা-মাতা |
|
পুরস্কার | পবিত্র কোরআন পদক, পিএইচপি কুরআনের আলো বিজয়ী |
প্রারম্ভিক জীবন
নাজমুস সাকিব ২৯ মার্চ ২০০১ সালে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ইচাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মাত্র ২ বছরে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করতে সক্ষম হন এবং ১৭ বছর বয়সে আন্তর্জাতিক স্বীকৃতি পান।[4]
শিক্ষা ও কর্মজীবন
নাজমুস সাকিব ঢাকায় তাহফিজুল কুরআন আস-সুন্নাহ মাদরাসায় অধ্যায়নরত আছেন।[5] নাজমুস সাকিব ২০১৫ ও ২০১৬ সালে লন্ডনের ওয়াটার লিলিতে খতমে তারাবির ইমামতি করেন।
পুরস্কার ও সম্মাননা
নাজমুস সাকিব ২০১২ সালে ভারতের ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত কেরাত প্রতিযোগিতায় এশিয়া মহাদেশের ২৭টি দেশের কুরআন মুখস্তকারীদের প্রতিযোগিতায় প্রথম স্থান। ২০১৩ সালে দুবাই আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় ৮৬টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান। একই বছর বাংলাদেশের বেসরকারি টেলিভিশন এনটিভিতে প্রচারিত ‘পিএইচপি-কোরআনের আলো প্রতিভার সন্ধানে’ হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান । ২০১৪ সালে পবিত্র মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় ৭৩ দেশের মধ্যে প্রথম স্থান। এ বছরই ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান । ২০১৫ সালে সুদানের রাজধানী খার্তুমে অনুষ্ঠিত আফ্রিকা মহাদেশ কেরাত প্রতিযোগিতায় ৬৫টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে। একই বছর কাতারে অনুষ্ঠিত ১৮ দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে। ২০১৬ সালে মালয়েশিয়া আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে।[1]
তথ্যসূত্র
- "কুরআনের পাখিরা কে কোথায়"। আওয়ার ইসলাম টোয়েন্টিফোর। ১৫ জুলাই ২০১৭। ৬ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৯।
- "Holy Quran Award: Bangladeshi wins Most Beautiful Voice contest | Uae – Gulf News"। gulfnews.com। ২০২১-০৯-২৩। ২০২১-০৯-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৭।
- "Bangladeshi best in recitation"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৯ জুলাই ২০১৩। ১৮ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৯।
- "আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ময়মনসিংহের নাজমুস সাকিব"। ইত্তেফাক। ২০ জানুয়ারী ২০১৭। ১৫ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৯।
- "সম্প্রতি যে ৮ জন হাফেজ বিশ্বদরবারে 'বাংলাদেশকে' তুলে ধরেছেন"। বাংলাদেশ টুডে। ৭ জানুয়ারী ২০১৯। ২৩ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৯।