নাঙ্গলোই রেলওয়ে স্টেশন মেট্রো স্টেশন
নাঙ্গলোই রেলওয়ে স্টেশন মেট্রো স্টেশন দিল্লি মেট্রোর গ্রিন লাইনে অবস্থিত। এটি দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের নাঙ্গলোই এক্সটেনশনে অবস্থিত উত্তোলিত মেট্রো স্টেশন। ২০১০ সালের ৩রা এপ্রিল তারিখে এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য চালু করে দেওয়া হয়।[1][2] এই মেট্রো টির সাথে ভারতীয় রেলওয়ের উত্তর রেলের দিল্লি বিভাগের অন্তর্গত নাঙ্গলোই রেলওয়ে স্টেশনের সংযোগ রয়েছে। স্টেশনটিতে এটিএম পরিষেবা উপলব্ধ।[3]
![]() নাঙ্গলোই রেলওয়ে স্টেশন | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
দিল্লি মেট্রো স্টেশন | |||||||||||
অবস্থান | রোহতক রোড, ত্যাগী কলোনি, নাঙ্গলোই এক্সটেনশন, নাঙ্গলোই, দিল্লি - ১১০০৪১ | ||||||||||
স্থানাঙ্ক | ২৮°৪০′৫৬″ উত্তর ৭৭°০৩′২২″ পূর্ব | ||||||||||
মালিকানাধীন | দিল্লি মেট্রো রেল কর্পোরেশন | ||||||||||
লাইন | গ্রিন লাইন | ||||||||||
প্ল্যাটফর্ম | পার্শ্ব প্ল্যাটফর্ম প্ল্যটফর্ম-১ → ব্রিগেডিয়ার হোশিয়ার সিংহ | ||||||||||
রেলপথ | ২ | ||||||||||
নির্মাণ | |||||||||||
গঠনের ধরন | উত্তোলিত | ||||||||||
প্ল্যাটফর্মের স্তর | ২ | ||||||||||
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে ![]() | ||||||||||
অন্য তথ্য | |||||||||||
স্টেশন কোড | এনআরএসএন | ||||||||||
ইতিহাস | |||||||||||
চালু | ২ এপ্রিল ২০১০ | ||||||||||
বৈদ্যুতীকরণ | উপর দিয়ে ২৫ কি.ভো ৫০ হার্ৎজ পরিবর্তী প্রবাহ | ||||||||||
যাতায়াত | |||||||||||
যাত্রীসমূহ (জানুয়ারি ২০১৫) | প্রতিদিন গড়ে ৬,৫৭৮ প্রতি মাসে ২,০৩,৯১৬ | ||||||||||
পরিষেবা | |||||||||||
| |||||||||||
| |||||||||||
অবস্থান | |||||||||||
![]() ![]() নাঙ্গলোই রেলওয়ে স্টেশন দিল্লিতে অবস্থান |
স্টেশন বিন্যাস
জি | সড়ক স্তর | প্রস্থান/প্রবেশ |
এল১ | মধ্যবর্তী তলা | ভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, মেট্রো কার্ড ভেন্ডিং মেশিন, ক্রসওভার |
এল২ | পার্শ্ব প্ল্যাটফর্ম নং- ২, দরজা বাম দিকে খুলবে ![]() | |
পূর্বদিকগামী | গন্তব্য স্টেশন →ইন্দ্রলোক বা কীর্তি নগর পরবর্তী স্টেশন নাঙ্গলোই | |
পশ্চিমদিকগামী | গন্তব্য স্টেশন ← ব্রিগেডিয়ার হোশিয়ার সিংহ পরবর্তী স্টেশন রাজধানী পার্ক | |
পার্শ্ব প্ল্যাটফর্ম নং- ১, দরজা বাম দিকে খুলবে ![]() | ||
এল২ | ||
তথ্যসূত্র
- "Metro's Green Line opened"। Hindustan Times। ২০১০-০৪-০২। ৬ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৫-২৫।
- "Delhi Metro to add fifth line tomorrow"। The Economic Times। ২০১০-০৪-০১। সংগ্রহের তারিখ ২০১০-০৫-২৫।
- "ATM Details"। DMRC।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.