নাগেশ

নাগেশ (১৯৩৩-২০০৯; আসল নামঃ চেয়ুর কৃষ্ণ নাগেশ্বর) ভারতের একজন তামিল চলচ্চিত্র শিল্প অভিনেতা ছিলেন। ষাটের দশকে একজন কৌতুক-শিল্পী হিসেবে তার মূল চলচ্চিত্র যাত্রা শুরু হয়েছিলো। ১৯৫৮ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রায় ১০০০ টি চলচ্চিত্রে নাগেশ হাস্যরসাত্মক চরিত্র, মুখ্য ভূমিকা, সহ-অভিনেতা এবং খলনায়ক হিসেবে অভিনয় করেছিলেন। বর্ষীয়ান হিসেবে বিবেচিত এই অভিনেতাকে তামিলভাষী মানুষেরা আজও স্মরণ করে তার অভিনয়ের জন্য।[1][3]

নাগেশ
জন্ম
চেয়ুর কৃষ্ণ নাগেশ্বর

(১৯৩৩-০৯-২৭)২৭ সেপ্টেম্বর ১৯৩৩
[1]
কোলুঞ্জভড়ি, ধরপুর, তিরুপুর, তামিলনাড়ু
মৃত্যু৩১ জানুয়ারি ২০০৯(২০০৯-০১-৩১) (৭৫ বছর বয়সে মৃত্যু)
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৫৮-২০০৮
দাম্পত্য সঙ্গীরোজিনা (১৯৫৭ সালে বিয়ে; ২০০২ সালে মৃত্যু) [2]

নাগেশের জন্ম ১৯৩৩ সালে হয়েছিলো এরকমটা তার পাসপোর্টে লেখা কিন্তু তার বিদ্যালয় জীবনের রেকর্ড বলে যে তার জন্ম ১৯৩১ সালের ৮ ফেব্রুয়ারি হয়েছিলো।[4]

তথ্যসূত্র

  1. Mohan Raman (১–১৫ মার্চ ২০০৯)। "He made you weep while you laughed"Madras Musings। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬
  2. Dinamalar। "Dinamalar"। ৪ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬
  3. S.Theodore Bhaskaran (১৪–২৭ ফেব্রুয়ারি ২০০৯)। "Tragic comedian"Frontline magazine26 (04)। Archived from the original on ৭ মার্চ ২০১১। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১২
  4. "Nagesh is no more"The Hindu। Chennai, India। ১ ফেব্রুয়ারি ২০০৯। ৭ মার্চ ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.