নাগরাজ

নাগরাজ (সংস্কৃত: नागराज) হল সর্পের মত মূর্তি যা হিন্দু ও বৌদ্ধ পৌরাণিক কাহিনীতে দেখা যায়। এরা সাপের বিভিন্ন জাতির রাজা।

নাগরাজ
অষ্টম শতাব্দীর নাগরাজ খোদাই, আলমপুর, তেলেঙ্গানা
দেবনাগরীनागराज
অন্তর্ভুক্তিনাগ
আবাসপৃথিবী

হিন্দু গ্রন্থগুলি এই শিরোনাম দ্বারা তিনটি প্রধান সত্তাকে নির্দেশ করে: শীষতক্ষক ও বাসুকী। এরা সকলেই ঋষি কশ্যপকদ্রুর সন্তান।

বিভিন্ন বৌদ্ধ ধর্মগ্রন্থে অনেক নাগরাজের উল্লেখ আছে। বৌদ্ধধর্মে নাগরাজদের চারটি প্রধান রাজকীয় জাতি রয়েছে যেমন বিরুপাখ, এরাপথ, চব্যপুট্ট ও কানহাগোতামাক।[1] বৌদ্ধ ধর্মগ্রন্থে গৌতম বুদ্ধের অনেক উপদেশের জন্য নাগ কিংস শ্রোতাদের মধ্যে উপস্থিত হয়। নাগরাজদের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত ছিল বুদ্ধ, অন্যান্য আলোকিত প্রাণীদের রক্ষা করার পাশাপাশি বুদ্ধ শাসনকে রক্ষা করার জন্য নাগদের নেতৃত্ব দেওয়া। বৌদ্ধ ধর্মগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য কিছু নাগরাজ হল বিরুপাক্ষ, মুকালিন্দ, ধৃতরাষ্ট্র, তক্ষক, বাসুকী, নন্দ, উপানন্দ, সাগর, বালাবন, অনাবতপ্ত, বরুণ ও উৎপল।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "The Book of Protection: Paritta"www.accesstoinsight.org। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৫

উৎস

  • H.Oldenberg: The Vinaya Pitakam. London 1879, pp. 24–25

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.