নাকাশ আজিজ

নাকাশ আজিজ (জন্ম ফেব্রুয়ারি ২৪, ১৯৮৫),[1] নাকাশ হিসেবেও পরিচিত, হল একজন ভারতীয় নেপথ্য গায়ক এবং সঙ্গীত সুরকার। তিনি কিংবদন্তি সুরকার এ আর রহমান-কে হিন্দিতে হাইওয়ে, রানঝানা, রকস্টার, দিল্লি-৬ এবং আই-এর মতো চলচ্চিত্রে সহায়তা করেছেন। তিনি ফ্যান থেকে "যাব্রা ফ্যান",[2] আর...রাজকুমার(২০১৩) থেকে "শাড়ি কে ফল সা" এবং "গান্দী বাত" এবং ফাটা পোস্টার নিকলা হিরো থেকে "ডাটিং নাচ"-এর মতো গানের নেপথ্যের জন্য জনপ্রিয়ভাবে পরিচিত; পরবর্তী দুইটি চলচ্চিত্র ছিল শাহিদ কপূরের উপর চিত্রায়িত।[3]

নাকাশ আজিজ
ನಕಾಶ್ ಅಜೀಜ್
কলাভবনে নাকাশ আজিজ
প্রাথমিক তথ্য
জন্ম (1985-02-24) ২৪ ফেব্রুয়ারি ১৯৮৫[1]
ম্যাঙ্গালোর, কর্ণাটক, ভারত[1]
ধরনবলিউড
পেশাগায়ক, সঙ্গীত পরিচালক
কার্যকাল২০১০–বর্তমান
ওয়েবসাইটনাকাশ আজিজ

প্রাথমিক জীবন

আজিজ মূলত মুদবিদ্রি থেকে; মাঙ্গলুরুর উপকন্ঠে একটি ছোট শহরতলিসুলভ শহর।[4] তিনি একটি কণ্ঠশিল্পীর পরিবার থেকে। নেপথ্য গায়ক হওয়ার আগে তিনি ঐকতান এবং ভক্তিমুলক আ্যালবামের জন্য সুরকার হিসেবে কাজ করতেন।[4]

সঙ্গীত তালিকা

কণ্ঠশিল্পী হিসেবে
বছরগানচলচ্চিত্রসুরকারসহ-কণ্ঠশিল্পীভাষা
২০১০"বন্দেমাতরাম"লিডারমিকি জে. মেয়ারতেলুগু
"শুনো আয়েশা"আয়েশাঅমিত ত্ৰিবেদীঅমিত ত্ৰিবেদী, অ্যাশ কিংহিন্দি
২০১২"পুঙ্গী"এজেন্ট বিনোদপ্রীতম চক্রবর্তীমিকা সিং, অমিতাভ ভট্টাচার্য, প্রীতম চক্রবর্তী এবং জাভেদ জাফরিহিন্দি
"সেকেন্ড হ্যান্ড জাওহানি"ককটেলপ্রীতম চক্রবর্তীমিস পূজা, নেহা কক্করহিন্দি
২০১৩"সোনাপারিয়া"মার্য়ানএ আর রহমানজাভেদ আলী, হরিচরন, সোফিয়া আসরাফতামিল
"শাড়ি কে ফল সা (টাচ কারকে)"[5]আর...রাজকুমারপ্রীতম চক্রবর্তীঅন্তরা মিত্রহিন্দি
"গান্দী বাত (চলচ্চিত্র সংস্করণ)"[5]আর...রাজকুমারপ্রীতম চক্রবর্তীরিতু পাঠকহিন্দি
"ডাটিং নাচ"[5]ফাটা পোস্টার নিকলা হিরোপ্রীতম চক্রবর্তীনেহা কক্করহিন্দি
২০১৪"যোদ্ধার সাথে এবার পূজো কাটান"যোদ্ধা: দ্য ওয়ারিয়রস্যাভি গুপ্তবাংলা
"এবার যেন অন্য রকম পূজো"যোদ্ধা: দ্য ওয়ারিয়রইন্দ্রদীপ দাশগুপ্তঅন্তরা মিত্রবাংলা
"কলিং বেল"আমি শুধু চেয়েছি তোমায়স্যাভি গুপ্তসাবেরী ভট্টাচার্যবাংলা
"রিমিক্স কাওয়ালী"বিন্দাসস্যাভি গুপ্ত এবং দেবনেহা কক্করবাংলা
"টিঙ্গু টিঙ্গু"ব্রহ্মাচৈত্র এচ. জি.কন্নড়
"বেকাসুর"লেকার হাম দিওয়ানা দিলএ আর রহমানশ্বেতা পণ্ডিতহিন্দি
"আফরিন"দ্য হান্ড্রেড ফুট জার্নি[3]এ আর রহমানকে.এম.এম.সি. সুফি এনসিম্বলেইংরেজি
"য়েঁন্থা ভারু গানি"রাউডি ফেলোসানি এম.আর.নাতাশা পিন্তোতেলুগু
২০১৫আ তে কেভি দুনিয়াবিজু শাহগুজারাটি
"আল্লাহ জানে"অগ্নি ২আকাশলেমিসবাংলা
"ইসাক তাররি"আইএ আর রহমাননীতি মোহনহিন্দি
"থালি হেঁ খালি"হান্টারররপ্রবিত দত্তহিন্দি
"সেলফি লে লে রে"বজরঙ্গি ভাইজানপ্রীতম চক্রবর্তীবিশাল দাদলানি, প্রীতম এবং বাদশাহিন্দি
"বাইকু বাইকু আন্ন (রিপ্রাইস)"উপ্পি ২গুরুকীরণকন্নড়
"আফগান জালেবি"ফ্যান্টমপ্রীতম চক্রবর্তীহিন্দি
"হীর তোঁ বাঢ়ি স্যাড হেঁ"তামাসাএ আর রহমানমিকা সিংহিন্দি
"তুমি আসে পাসে"পারব না আমি ছাড়তে তোকেইন্দ্রদীপ দাশগুপ্তমোনালি ঠাকুরবাংলা
"টুপুর মাথায়"আশিকীস্যাভি গুপ্তবাংলা
২০১৬"ইশকাবনের বিবি"কি করে তোকে বলবোজিৎ গাঙ্গুলীআকৃতি কক্করবাংলা
"৩জি"হিরো ৪২০স্যাভি গুপ্তকল্পনা পাটোয়ারীবাংলা
"দেখেগা রাজা ট্রেইলার"মাস্তিজাদেআনন্দ রাজ আনন্দনেহা কক্করহিন্দি
"হ্যাপি বার্থডেয় (ইশ্ক ফরএভার)"ইশ্ক ফরএভারসামির সিপ্পিনাদিম–শারাভানহিন্দি
"যাব্রা ফ্যান (ফ্যান এনথাম)"ফ্যানবিশাল–শেখরহিন্দি
"জালিম ফিগার হেঁ"লাভারস রোম্যান্সফারাজ আহমেদদীপাক্ষী কালিপাহিন্দি
"মিসড কল"পাওয়ারজিৎ গাঙ্গুলীআকৃতি কক্করবাংলা
"তাওবা তাওবা"সারদার গব্বর সিংদেবী শ্রী প্রসাদএম.এম মানসীতেলুগু
২০১৬"ব্লকবাস্টার"সারাইনোডুএস. থামানশ্রেয়া ঘোষাল, সিমহা, শ্রী কৃ, দীপুতেলুগু
"পেয়ার কি মা কি"হাউজফুল ৩মনজ যাদব, সাজিদ-ফারহাদ, ডেনিস সাবরিসাড়িব সাবরি, তোশি সাবরি, দিব্যা কুমার, আনমোল মালিক, আর্ল এজারহিন্দি
"উঠ ছুড়ি তোর"শিকারিপ্রসেন, ইন্দ্রদীপ দাশগুপ্তমধুবন্তিবাংলা
"তামিলসেলভি"রেমোঅনিরুধ রবিচান্দেরঅনিরুধ রবিচান্দেরতামিল
"দ্য ব্রেকআপ সং"এ দিল হে মুশকিলপ্রীতম চক্রবর্তীঅরিজিৎ সিং, জনিতা গান্ধী, বাদশাহিন্দি
২০১৭"রাত্তালু"খিলাড়ি নং. ১৫০দেবী শ্রী প্রসাদতেলুগু
২০১৬"কিউটিপাই"এ দিল হে মুশকিলপ্রীতম চক্রবর্তীপ্রদীপ সিং স্রানহিন্দি
"সেলফি লে না রে"অভিমানসুদ্ধ রয়জলি দাসবাংলা
"সোনা"হরিপদ ব্যান্ডওয়ালাইন্দ্রদীপ দাশগুপ্তঅন্তরা মিত্রাবাংলা
"একশ বৃন্দাবন"হরিপদ ব্যান্ডওয়ালাইন্দ্রদীপ দাশগুপ্তপায়েল দেববাংলা
২০১৭"লাগে লাগে"কাটামারায়ুডুঅনুপ রুবেন্সতেলুগু
"য়েঁ জাওয়ানি তেরি"মেরি পেয়ারি বিন্দুপ্রীতম চক্রবর্তীজনিতা গান্ধীহিন্দি
"য়াঁরা মেহেরবান"বস ২: ব্যাক টু রুলজিৎ গাঙ্গুলীজনিতা গান্ধীবাংলা
"চাতুর নার"মেশিনপ্র.নশাসা তিরুপতি, ইক্কা সিংহিন্দি
"নাচ মেরি জান"টিউবলাইটপ্রীতম চক্রবর্তীকামাল খান, দেব নেগি, তুষার জশিহিন্দি
"মেচ্চুকো"দুভভাডা জগন্নাধাম দেবী শ্রী প্রসাদতেলুগু
"জায় বাবা ব্যাঙ্ক চোর"ব্যাঙ্ক চোর প্র.নহিন্দি
"ভেন্নিলা থানগাছি"জেমিনি গণেশানুম সুরুলি রাজানুমডি. ইম্মানডি. ইম্মান, রম্য এনএসকেতামিল
"বাম্মালু বাম্মালুউউ"মহানুভাবাদুএস. থামানতেলুগু
"এবি য়েভারো নী বেবি"অগ্ন্যাথাবাসীঅনিরুধ রবিচান্দেরঅর্জুন চান্দীতেলুগু
"পীলা পীলা"থানা সার্ন্ধা কূটতামঅনিরুধ রবিচান্দেরজাসসি গিফট, মালবিকা মনোজতামিল
"হার্টুকুল্লা"গুলাইবাঘবালিবিবেক - মার্ভিনসঞ্জনা দিবাকরতামিল
"আও জ্যো"কারসানদাস পে অ্যান্ড ইউজকেদার - ভারগোবগুজারাটি
"ধিঙ্কা চিকা"শ্রেষ্ঠ বাঙালিসঞ্জীব-দর্শনআকৃতি কক্করবাংলা
২০১৮"বেবী জান"ভাইজান এলো রেদোলন মৈনাকঅন্তরা মিত্রবাংলা
"ভোপু বাজ রাহা হেঁয়"সঞ্জুরোহন-রোহনহিন্দি
"গোল্ড তাম্বা"বাত্তি গুল মিটার চালুঅনু মালিকহিন্দি
"সুরাইয়া"থাগস অব হিন্দোস্তানঅজয়-অতুলশ্রেয়া ঘোষালতেলুগু (ডাব করা সংস্করণ)
তামিল (ডাব করা সংস্করণ)
"ভাশামাক্কু"অজয়-অতুলদিব্যা কুমারতামিল (ডাব করা সংস্করণ)
"ভাশামায়ে"তেলুগু (ডাব করা সংস্করণ)
২০১৯"উলাল্লা"পেতাআনিরুদ রাভিচান্দারইন্নো গেনগা, আর্জুন চান্দিতামিল
"স্লো মোশন"ভারতবিশাল-শেখরশ্রেয়া ঘোষালহিন্দি
"ফার্স্ট ক্লাস" কলঙ্ক-নেহা মোহন
সুরকার হিসেবে
বছরচলচ্চিত্র
২০১১রায়াডা রক্স
২০১২নো এন্ট্রি পুদে ধোকা আহে
২০১৮কুলফি কুমার বাজেয়ালা

পুরস্কার

তথ্যসূত্র

  1. "Nakash Aziz"Sify। ২০১৬-০৯-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-০৮
  2. "Tamil is a great language: Nakash Aziz"deccanchronicle.com। ২০১৬-০৯-০৩। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-০৫
  3. "Singer and composer Nakash Aziz's musical journey"Indian Express। ২২ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৪
  4. Fernandes, Kasmin (১৫ জুলাই ২০১৫)। "Nakash Aziz: I was living the song for quite some time"The Times of India। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-০৮
  5. "'Saree Ke Fall Sa' from 'R...Rajkumar' is Shahid Kapoor's favourite song"Mid Day। ৭ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৪
  6. "Nakash Aziz honored with Zee Cine Award 2014"BollywoodDhamaka। ১৬ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-০৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.