নাইক্ষ্যংছড়ি উপজেলা

নাইক্ষ্যংছড়ি বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত একটি উপজেলা

নাইক্ষ্যংছড়ি
উপজেলা
নাইক্ষ্যংছড়ি
নাইক্ষ্যংছড়ি
বাংলাদেশে নাইক্ষ্যংছড়ি উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২১°২৪′৪৪″ উত্তর ৯২°১০′৫২″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাবান্দরবান জেলা
প্রতিষ্ঠাকাল১৯২৩
সংসদীয় আসন৩০০ পার্বত্য বান্দরবান
সরকার
  সংসদ সদস্যবীর বাহাদুর উশৈ সিং (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
  মোট৪৬৩.৬১ বর্গকিমি (১৭৯.০০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৬১,৭৮৮
  জনঘনত্ব১৩০/বর্গকিমি (৩৫০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৩১.৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৬৬০
প্রশাসনিক
বিভাগের কোড
২০ ০৩ ৭৩
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান ও আয়তন

নাইক্ষ্যংছড়ি উপজেলার আয়তন ৪৬৩.৬১ বর্গ কিলোমিটার (১,১৪,৫৬০ একর)।[1][2]বান্দরবান জেলার দক্ষিণ-পশ্চিমে ২১°১১´ থেকে ২১°৪০´ উত্তর অক্ষাংশ এবং ৯২°০৬´ থেকে ৯২°২৩´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার অবস্থান।[2] বান্দরবান জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় ১২৩ কিলোমিটার। এ উপজেলার উত্তরে লামা উপজেলাকক্সবাজার জেলার রামু উপজেলা, দক্ষিণে মিয়ানমারের রাখাইন রাজ্য, পূর্বে আলীকদম উপজেলামিয়ানমারের রাখাইন রাজ্য, পশ্চিমে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা, রামু উপজেলাউখিয়া উপজেলা

প্রশাসনিক এলাকা

১৯২৩ সালে নাইক্ষ্যংছড়ি থানা গঠিত হয় এবং ১৯৮৩ সালে থানাকে উপজেলায় রূপান্তর করা হয়।[3] নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৫টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রশাসনিক কার্যক্রম নাইক্ষ্যংছড়ি থানার আওতাধীন।

ইউনিয়নসমূহ:[4]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নাইক্ষ্যংছড়ি উপজেলার মোট জনসংখ্যা ৬১,৭৮৮ জন। এর মধ্যে পুরুষ ৩১,৩৪৭ জন এবং মহিলা ৩০,৪৪১ জন। মোট পরিবার ১২,২১৮টি।[1] মোট জনসংখ্যার ৭৪.৩৩% মুসলিম, ১.০৭% হিন্দু, ২৩.৩০% বৌদ্ধ এবং ১.৩০% খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বী।[2]

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নাইক্ষ্যংছড়ি উপজেলার সাক্ষরতার হার ৩১.৩%।[1] এ উপজেলায় ১টি ডিগ্রী কলেজ, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ৫টি দাখিল মাদ্রাসা, ৩টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৫০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[3]

শিক্ষা প্রতিষ্ঠান

যোগাযোগ ব্যবস্থা

নাইক্ষ্যংছড়ি উপজেলায় যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হল বান্দরবান-লামা-আলীকদম-নাইক্ষ্যংছড়ি সড়ক, বান্দরবান-থানচি-আলীকদম-নাইক্ষ্যংছড়ি সড়ক এবং বান্দরবান-কেরানিহাট-চকরিয়া-রামু-নাইক্ষ্যংছড়ি সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি, মাইক্রোবাস।[5]

ধর্মীয় উপাসনালয়

নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৮৫টি মসজিদ, ৩টি মন্দির ও ৩৭টি বিহার রয়েছে।[3]

নদ-নদী

নাইক্ষ্যংছড়ি উপজেলার মধ্যাঞ্চলের কিছু অংশে প্রবাহিত হচ্ছে বাঁকখালী নদী[6]

হাট-বাজার

নাইক্ষ্যংছড়ি উপজেলায় মোট ৫টি হাট-বাজার রয়েছে। এগুলো হল নাইক্ষ্যংছড়ি বাজার, চাকঢালা বাজার, বাইশারী বাজার, তুমব্রু বাজার এবং দোছড়ি বাজার।[7]

দর্শনীয় স্থান

নাইক্ষ্যংছড়ি উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[8]

  • উপবন পর্যটন লেক
  • প্রজ্ঞামিত্র অরণ্য বিদর্শন ভাবনা কেন্দ্র
  • গয়াল প্রজনন ও গবেষণা কেন্দ্র
  • শৈলচুড়া,sonaichari

জনপ্রতিনিধি

সংসদীয় আসন
সংসদীয় আসন জাতীয় নির্বাচনী এলাকা[9] সংসদ সদস্য[10][11][12][13][14] রাজনৈতিক দল
৩০০ পার্বত্য বান্দরবান বান্দরবান জেলা বীর বাহাদুর উশৈ সিং বাংলাদেশ আওয়ামী লীগ
উপজেলা পরিষদ ও প্রশাসন
ক্রম নং পদবী নাম
০১ উপজেলা চেয়ারম্যান[15] অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ
০২ ভাইস চেয়ারম্যান[16] মংলা ওয়াই মার্মা
০৩ মহিলা ভাইস চেয়ারম্যান[17] শামীমা আক্তার
০৪ উপজেলা নির্বাহী কর্মকর্তা[18] সাদিয়া আফরিন কচি

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৯
  2. "নাই্যংছড়ি উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  3. "ইউনিয়ন সমূহ - নাইক্ষ্যংছড়ি উপজেলা - নাইক্ষ্যংছড়ি উপজেলা"naikhongchhari.bandarban.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৮
  4. "যোগাযোগ ব্যবস্থা - বান্দরবান জেলা - বান্দরবান জেলা"www.bandarban.gov.bd। ২ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৮
  5. "নদ নদী - নাইক্ষ্যংছড়ি উপজেলা - নাইক্ষ্যংছড়ি উপজেলা"naikhongchhari.bandarban.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৮
  6. "হাটবাজার - নাইক্ষ্যংছড়ি উপজেলা - নাইক্ষ্যংছড়ি উপজেলা"naikhongchhari.bandarban.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৮
  7. "দর্শনীয়স্থান - নাইক্ষ্যংছড়ি উপজেলা - নাইক্ষ্যংছড়ি উপজেলা"naikhongchhari.bandarban.gov.bd। ৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৮
  8. "Election Commission Bangladesh - Home page"www.ecs.org.bd
  9. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯
  10. "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  11. "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  12. "জয় পেলেন যারা"দৈনিক আমাদের সময়। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  13. "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"সমকাল। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  14. "জনপ্রতিনিধি - বান্দরবান জেলা - বান্দরবান জেলা"www.bandarban.gov.bd। ২৬ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৮
  15. "উপজেলা ভাইস চেয়ারম্যান - নাইক্ষ্যংছড়ি উপজেলা - নাইক্ষ্যংছড়ি উপজেলা"naikhongchhari.bandarban.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৮
  16. "মহিলা ভাইস চেয়ারম্যান - নাইক্ষ্যংছড়ি উপজেলা - নাইক্ষ্যংছড়ি উপজেলা"naikhongchhari.bandarban.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৮
  17. "এস,এম, সরওয়ার কামাল - নাইক্ষ্যংছড়ি উপজেলা - নাইক্ষ্যংছড়ি উপজেলা"naikhongchhari.bandarban.gov.bd। ৪ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.