নশিপুর ইউনিয়ন

নশিপুর ইউনিয়ন বাংলাদেশের বগুড়া জেলার গাবতলি উপজেলার একটি ইউনিয়ন।[3]

নশিপুর ইউনিয়ন
ইউনিয়ন
৯ নং নশিপুর ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাবগুড়া জেলা
উপজেলাগাবতলী উপজেলা 
সরকার
  চেয়ারম্যানইঞ্জি. রাজ্জাকুল আমিন রোকন তালুকদার, [1]
জনসংখ্যা (২০১১)
  মোট১৯,৫৫৩ [2]
সাক্ষরতার হার
  মোট২১.৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড5820
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান

বগুড়া শহর থেকে ১৫.৪ কিলোমিটার দূরে নশিপুর ইউনিয়ন অবস্থিত। [4]

যোগাযোগ

বগুড়া শহর থেকে রিক্সা, ভ্যান, সিএনজি, মোটরসাইকেলে করে এই ইউনিয়নে আসা যায়।

আয়তন

এই ইউনিয়নের মোট আয়তন ৪৩৪৯ একর।

জনসংখ্যা

২০১১ সালের আদমশুমারী অনুযায়ী এই ইউনিয়নের মোট জনসংখ্যা ১৯,৫৫৩জন।

প্রশাসনিক কাঠামো

এই ইউনিয়ন ৯টি গ্রামের সমন্বয়ে গঠিত।

শিক্ষা ব্যবস্থা

এই ইউনিয়নের সাক্ষরতার হার ২১.৬%

হাট-বাজার

  • বাগবাড়ী বাজার

জনপ্রতিনিধি

ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইঞ্জি. রাজ্জাকুল আমিন রোকন তালুকদার। [1]

পূর্বতন চেয়ারম্যানবৃন্দ
  1. মজিদতুল্লা তালুকদার
  2. জসিম সাকিদার
  3. মোজাম সরকার
  4. জাহানুর হোসেন সরকার
  5. খোরশেদ আলী সাকিদার (১৯৭৩-১৯৮৩)
  6. মাহফুজার রহমান (১৯৮৩-১৯৮৮)
  7. হাবিবুর রহমান (১৯৮৮-১৯৯৮)
  8. নজরুল ইসলাম মিন্টু সাকিদার (১৯৯৯-২০০৯)
  9. জহুরুল ইসলাম সজল (২০১০-২০১১)
  10. জোবাইদুর রহমান গামা
  11. নজরুল ইসলাম মিন্টু সাকিদার
  12. মোঃ রাজ্জাকুল আমিন রোকন তালুকদার ০৫/০১/২০২২

ধর্মীয় উপাসনালয়

এই ইউনিয়নে অনেকগুলো মসজিদ ও ৬টি ঈদগাহ রয়েছে।

দর্শনীয় স্থান

খাল ও নদী

এই ইউনিয়নে ২টি নদী ও ১টি খাল রয়েছে।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

তথ্যসূত্র

  1. "জনসংখ্যা ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২০
  2. "নশিপুর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। Authors list-এ |প্রথমাংশ1= এর |শেষাংশ1= নেই (সাহায্য)
  3. Google Maps
  4. "দর্শনীয় স্থান"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২০
  5. "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ"। এনটিভি। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.