নলকুড়া ইউনিয়ন
নলকুড়া ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার অন্তর্গত একটি।[1][2]
নলকুড়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
ডাকনাম: নলকুড়া | |
![]() ![]() নলকুড়া ![]() ![]() নলকুড়া | |
স্থানাঙ্ক: ২৫°১১′৫″ উত্তর ৯০°৫′৫১″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | শেরপুর জেলা |
উপজেলা | ঝিনাইগাতী উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | আইয়ুব আলী ফর্সা (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ৩৬.৪৬ বর্গকিমি (১৪.০৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী) | |
• মোট | ৩০,১৮৬ |
• জনঘনত্ব | ৮৩০/বর্গকিমি (২,১০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও সীমানা
দক্ষিণে গৌরিপুর, ঝিনাইগাতী ও ধানশাইল ইউনিয়ন। পূর্বে নালিতাবাড়ী উপজেলার নন্নী ও পোরাগাঁও ইউনিয়ন। পশ্চিমেধানশাইল ও কাংশাইউনিয়ন।
প্রশাসনিক এলাকা
- ফুলহারী
- ভালুকা
- ডেফলাই
- শালচুড়া
- ডাকাবর
- নুনখোলা
- নয়ারাংটিয়া
- রাংটিয়া
- সন্ধ্যাকুড়া
- গোমড়া
- নলকুড়া
- কুশাইকুড়া
- বারুয়ামারী
- গজারীপাড়া
- ফাকরাবাদ
- হলদীগ্রাম
- মানিককুড়া
- জারুলতলা
- বাঐবাধা
- ভারুয়া
আয়তন ও জনসংখ্যা
আয়তনঃ ৩৬.৪৬বর্গ কি:মি:। জনসংখ্যাঃ ৩০,১৮৬ জন।
শিক্ষা
শিক্ষার হার : ৫০%
শিক্ষা প্রতিষ্ঠান
- উচ্চবিদ্যালয় ৩টি
- জুনিয়রবিদ্যালয় ২টি
- মাদ্রাসা ৪টি
- প্রা: বি: সরকারী ১৬টি
দর্শনীয় স্থান -গজনী অবকাশ কেন্দ্র
গজনী অবকাশ কেন্দ্র।
গজনী অবকাশ কেন্দ্র শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঐতিহ্যবাহী গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত। প্রকৃতিপ্রেমিদের মনে গজনী অবকাশ কেন্দ্রের সারি সারি গজারী, শাল ও সেগুন গাছের সারি প্রশান্তি এনে দেয়। শীতকালে গারো পাহাড়ের সৌন্দর্য্য অবলোকন করতে ভ্রমণ পিয়াসী মানুষ এখানে ছুটে আসেন । পাহাড়ী ঝর্ণা, লেক, টিলা, ছড়ার স্বচ্ছ জল ও ঘন সবুজ বন এখানকার পরিবেশকে দিয়েছে বিশেষ বৈশিষ্ট্য।
গজনী অবকাশ কেন্দ্রে পাহাড়ী ঝর্ণার গতিপথে বাধ দিয়ে কৃত্রিম লেক তৈরি করা হয়েছে। লেকের মাঝে সৃষ্টি করা হয়েছে কৃত্রিম পাহাড় ও লেক ভিউ পেন্টাগন, যা একটি দোদ্দুল্যমান ব্রীজ দিয়ে সংযুক্ত আছে। গারো পাহাড়ের চূড়ায় ৬ কক্ষ বিশিষ্ট একটি আধুনিক রেষ্ট হাউজ রয়েছে। রেষ্ট হাউজ থেকে পাহাড়ের পাদদেশে যাবার জন্য রয়েছে পদ্মাসিঁড়ি নামক একটি আঁকাবাঁকা সিঁড়িপথ। গজনী অবকাশ কেন্দ্রে রয়েছে পর্যাপ্ত কার পার্কিংয়ের ব্যবস্থা ও খেলার মাঠ। পিকনিক করার জন্য এখানে রয়েছে বিশুদ্ধ পানির নলকূপ, পর্যাপ্ত স্যানিটেশন এবং রান্নার আয়োজন।
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান- মোঃ আইয়ুব আলী ফর্সা
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | আবু হারেজ | ১৯৬৪-১৯৭১ |
০২ | সরকারখবিরউদ্দিন | ১৯৭৩-১৯৭৫ |
০৩ | আবু হারেজ | ১৯৭৬-১৯৮৪ |
০৪ | সরকার খবির উদ্দিন | ১৯৮৪-১৯৯২ |
০৫ | দুলালউদ্দিন | ১৯৯২-১৯৯৭ |
০৬ | সরকার খবির উদ্দিন | ১৯৯৭-২০০২ |
০৭ | খলিলুররহমান | ২০০৩- ২০১৬ |
০৮ | মোঃ আইয়ুব আলী ফর্সা | ২০১৬-বর্তমান |
০৯ | ||
১০ |
তথ্যসূত্র
- "নলকুরা ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০।
- "ঝিনাইগাতী উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ২৫ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০।