নরেন্দ্র মোদী স্টেডিয়াম
নরেন্দ্র মোদী স্টেডিয়াম (গুজরাটি: નરેન્દ્ર મોદી સ્ટેડિયમ) পূর্বে হিসাবে পরিচিত সরদার প্যাটেল স্টেডিয়াম ভারতের প্রধান ক্রিকেট স্টেডিয়ামগুলির একটি, যেটি আহমেদাবাদের মতেরাতে অবস্থিত। এটির অবস্থানের কারণে, বিভ্রান্তি এড়াতে স্টেডিয়ামটিকে সাধারণত 'মতেরা স্টেডিয়াম' নামে অভিহিত করা হয়, কারণ আহমেদাবাদের নাভরাংপুরায় একই নামের আরেকটি স্টেডিয়াম রয়েছে। সরদার প্যাটেল স্টেডিয়ামটি গুজরাত ক্রিকেট এ্যাসোসিয়েশনের মালিকানাধীন এবং পশ্চিমাঞ্চলীয় উপকূলে অবস্থিত। স্টেডিয়ামটিতে রাতে ও দিনে খেলার জন্য সুবিশাল ফ্ল্যাডলাইট রয়েছে এবং এখানে নিয়মিতভাবে টেস্ট ও একদিনের আর্ন্তজাতিক ম্যাচ (ওডিআই) অনুষ্ঠিত হয়ে থাকে।
পূর্ণ নাম | নরেন্দ্র মোদী স্টেডিয়াম |
---|---|
প্রাক্তন নাম | সরদার প্যাটেল স্টেডিয়াম |
ঠিকানা | ভারত |
অবস্থান | মতেরা, আহমেদাবাদ, গুজরাত, ভারত |
মালিক | গুজরাত ক্রিকেট এ্যাসোসিয়েশন |
আয়তন | ১৮০ গজ x ১৫০ গজ |
উপরিভাগ | অস্ট্রেলিয়ান ঘাস (ওভাল) |
নির্মাণ | |
নির্মাণাধীন | ১৯৮২ |
পুনঃসংস্কার | ২৪ ফেব্রুয়ারি ২০২০ |
সম্প্রসারণ | ২৪ ফেব্রুয়ারি ২০২০ |
ভাঙ্গন | ২০১৫ |
নির্মাণ ব্যয় | ₹৭০০ কোটি (পুনঃনির্মাণ, ২০১৭) |
স্থপতি | Populous (reconstruction) Shashi Prabhu[1] (old site) |
সাধারণ ঠিকাদার | লার্সেন অ্যান্ড টুব্রো |
ভাড়াটে | |
গুজরাত টাইটান্স (২০২২–বর্তমান) গুজরাত ক্রিকেট দল (১৯৮৩–বর্তমান) ভারত ক্রিকেট দল (১৯৮৩–বর্তমান) ভারত জাতীয় মহিলা ক্রিকেট দল(২০১১–বর্তমান) রাজস্থান রয়্যালস (২০১০–২০১৪) | |
স্টেডিয়ামের তথ্যাবলি | |
পরিচালক | গুজরাত ক্রিকেট এ্যাসোসিয়েশন |
প্রান্তসমূহ | |
আদানি প্রান্ত রিলায়েন্স প্রান্ত | |
আন্তর্জাতিক খেলার তথ্য | |
প্রথম পুরুষ টেস্ট | ১২ নভেম্বর–১৬ নভেম্বর ১৯৮৩: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ |
সর্বশেষ পুরুষ টেস্ট | ৪–৮ মার্চ ২০২১ ২০২১: ভারত বনাম ইংল্যান্ড |
প্রথম পুরুষ ওডিআই | ৫ অক্টোবর ১৯৮৪: ভারত বনাম অস্ট্রেলিয়া |
সর্বশেষ পুরুষ ওডিআই | ১১ ফেব্রুয়ারি ২০২২: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ |
প্রথম পুরুষ টি২০আই | ২৮ ডিসেম্বর ২০১২: ভারত বনাম পাকিস্তান |
সর্বশেষ পুরুষ টি২০আই | ২০ মার্চ ২০২১ ২০২১: ভারত বনাম ইংল্যান্ড |
প্রথম নারী ওডিআই | ১২ মার্চ ২০১২: ভারত বনাম অস্ট্রেলিয়া |
সর্বশেষ নারী ওডিআই | ১২ এপ্রিল ২০১৩: ভারত বনাম বাংলাদেশ |
প্রথম নারী টি২০আই | ২২ জানুয়ারি ২০১১: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ |
সর্বশেষ নারী টি২০আই | ২৪ জানুয়ারি ২০১১: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ |
১১ ফেব্রুয়ারি ২০২২ অনুযায়ী উৎস: Cricinfo |
রেকর্ড
২০০৮ এ দক্ষিণ আফ্রিকার ভারত সফরের ২য় টেস্টে প্রথম ইনিংসে ডেল স্টেইন এর দুর্ধর্ষ বোলিংয়ের সামনে ভারত ৭৬ রানে অলআউট হয়ে যায়। টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে অলআউট হওয়ার ভারতের এটাই একমাত্র ঘটনা। এই সিরিজে চূড়ান্ত ব্যার্থ হয়ে ওয়াসিম জাফর দল থেকে পাকাপাকিভাবে বাদ পড়েন।
১৯৮৭ ক্রিকেট বিশ্বকাপ
১৯৮৭ ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হয় । চেতন শর্মা - কপিল দেবের দুরন্ত বোলিংয়ে জিম্বাবুয়ে ১৯১ রান করে। জবাবে গাভাস্কার ও নভোজিৎ সিঁধু-র ব্যাটিং এ ভারত এই ম্যাচ জিতে যায়।
১৯৯৬ ক্রিকেট বিশ্বকাপ
১৯৯৬ ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হয় । নিউজিলান্ড ১১ রানে ইংল্যান্ডকে পরাজিত করে।
২০১১ ক্রিকেট বিশ্বকাপ
২০১১ ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হয় । স্পিনারদের দুরন্ত বোলিংয়ে অস্ট্রেলিয়া ২৬০ রান করে। জবাবে সচিন , গম্ভীর ও যুবরাজ সিং এর ব্যাটিং এ ভারত এই ম্যাচ জিতে যায়।
২০২৩ ক্রিকেট বিশ্বকাপ
২০২৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে। [2]
তথ্যসূত্র
- "Archived copy"। ২৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১১।
- "2023 World Cup"।