নয়ালাভাঙ্গা ইউনিয়ন

নয়ালাভাঙ্গা ইউনিয়ন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার অধীনে শিবগঞ্জ উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[1]

নয়ালাভাঙ্গা
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাচাঁপাইনবাবগঞ্জ জেলা
উপজেলাশিবগঞ্জ উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ 
আয়তন
  মোট১৬.২৩৬ বর্গকিমি (৬.২৬৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৩৭,৬২০
  জনঘনত্ব২,৩০০/বর্গকিমি (৬,০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৪৯ %
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান ও আয়তন

চাঁপাইনবাবগঞ্জ জেলার ১০ কি.মি. উত্তরে এবং শিবগঞ্জ উপজেলার ৮ কি.মি. দক্ষিণে নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদটি অবস্থিত । নয়ালাভাঙ্গা ইউনিয়নের আয়তন ৪০১২ একর ।

অর্থনীতি

এই ইউনিয়নের অধিকাংশ ভূখণ্ড আম বাগান দ্বারা পরিপূর্ণ। ৬নং ওয়ার্ডের হরিনগর গ্রামের রেশম তাঁত শিল্প অদ্যাবধি স্বানামে খ্যাত।

জনসংখ্যা

এই ইউনিয়নের জনসংখ্যা প্রায় ৪২,০০০ ।

শিক্ষা প্রতিষ্ঠানসমূহ

  • রাণীহাটি ডিগ্রি কলেজ
  • রাণীহাটি বহুমূর্খী উচ্চ বিদ্যালয়
  • সাবেকলাভাঙ্গা দাখিল মাদ্রাসা
  • নয়ালাভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়
  • হরিনগর উচ্চ বিদ্যালয়
  • রাণীহাটি বালিকা উচ্চ বিদ্যালয়
  • লাভাঙ্গা সুন্দরপুর উচ্চ বিদ্যালয়

গ্রামসমূহ

  • চন্ডিপুর
  • মিরাটুলী বাবুপুর
  • নয়ালাভাঙ্গা
  • ঢোড়বোনা
  • সাবেকলাভাঙ্গা
  • নিচুধুমি
  • রশিকনগর বাবুপুর
  • রাণীহাটি
  • সুন্দরপুর
  • চকঘোড়াপাখিয়া
  • কমলাকান্তপুর
  • বিরাহিমপুর
  • হরিনগর
  • বাবুপুর
  • ফতেপুর

তথ্যসূত্র

  1. নয়ালাভাঙ্গা ইউপির বাজেট ঘোষণা, গৌড় বাংলা, ৩১ মে, ২০১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.