নয়াগ্রাম
নয়াগ্রাম হল একটি গ্রাম যা নয়াগ্রাম সমষ্টি উন্নয়ন সমিতি বা নয়াগ্রাম ব্লকের অন্তর্গত।এই গ্রামে ব্লকের সদরদপ্তর অবস্থিত।এখানে একটি থানা রয়েছে।এটি নয়াগ্রাম থানা নামে পরিচিত।গ্রামটি পশ্চিমবঙ্গ-এর ঝাড়গ্রাম জেলায় অবস্থিত।
নয়াগ্রাম | |
---|---|
গ্রাম/ব্লক কার্যালয় | |
নয়াগ্রাম নয়াগ্রাম | |
স্থানাঙ্ক: ২২.০১° উত্তর ৮৭.১০° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | ঝাড়গ্রাম জেলা |
মহকুমা | ঝাড়গ্রাম মহকুমা |
সরকার | |
• শাসক | গ্রাম পঞ্চায়েত |
ভাষা | |
• সরকারি | বাংলা, ইংরাজি |
সময় অঞ্চল | IST (ইউটিসি+5:30) |
আইএসও ৩১৬৬ কোড | আইএন-ডব্লুবি |
ওয়েবসাইট | wb |
জনসংখ্যা
২০১১ সালের জনগননায় নয়াগ্রামের মোট জনসংখ্যা হল ৪৮৩ জন।এর মধ্যে ২২৫ জন পুরুষ ও ২৫৮ জন মহিলা।৬ বছরের কম বয়ষ্ক শিশুর সংখ্যা ৬৫ টি।এই গ্রামের সাক্ষরতার ব্যক্তির সংখ্যা ২৫১ জন।[1]
যোগাযোগ
এই গ্রামে রাজ্য সড়ক ৯ এর টার্মিনাল বা প্রান্তীক অবস্থিত।এই রাজ্য সড়কটি নয়াগ্রাম থেকে শুরু হয়ে দুর্গাপুর পর্যন্ত গেছে।[4] এই গ্রামের কাছেই সুবর্ণরেখা নদীর উপড় জঙ্গলকন্যা সেতু নির্মান করা হয়েছে।ফলে নয়াগ্রাম থেকে খড়গপুরের দূরত্ব ৪০ কিমি কমেছে।[5][6] এই সেতুটি ২০১৬ সালে চালু হয়।[6]
তথ্যসূত্র
- "2011 Census – Primary Census Abstract Data Tables"। West Bengal – District-wise। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৬।
- "District Statistical Handbook 2014 Paschim Medinipur"। Tables 2.1, 2.2। Department of Statistics and Programme Implementation, Government of West Bengal। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৬।
- "District at a Glance"। Paschim Medinipur District Police। ২৭ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৬।
- "List of State Highways in West Bengal"। West Bengal Traffic Police। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৬।
- "ভরসার সেতু ঘিরে আবেগ ভাসল জঙ্গলমহল"।
- "নতুন সেতু চালু হলে কমবে দুর্ভোগ, খরচও"।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.