নয়নতারা চক্রবর্তী

নয়নতারা চক্রবর্তী (জন্ম: ২০ এপ্রিল ২০০২), যিনি বেবী নয়নতারা নামেও পরিচিত, একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তিনি মূলত দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। তিনি মালয়ালম, তামিল এবং তেলুগু ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং নিজেকে একজন মুখ্য শিশু অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। নয়নতারা ২০০৫ সালে মালয়ালম চলচ্চিত্র কিলুক্কাম কিলুকিলুক্কাম-এর মাধ্যমে অভিনয়ের সূচনা করেছিলেন, যার জন্য তিনি ২০০৬ সালে শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে "সত্যান স্মৃতি পুরস্কার" জিতেছিলেন।[1]

নয়নতারা চক্রবর্তী
জন্ম (2002-04-20) ২০ এপ্রিল ২০০২
জাতীয়তাভারতীয়
অন্যান্য নামবেবী নয়নতারা
শিক্ষা
  • ক্রাইস্ট নগর স্কুল, তিরুবনন্তপুরম
  • দ্য চয়েজ স্কুল, ত্রিপুণিতুরা
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন২০০৫ - বর্তমান
আদি নিবাসকোল্লাম, কেরল
পিতা-মাতামণিনাথ চক্রবর্তী
বিন্দু মণিনাথ
পুরস্কারদেখুন পুরস্কার

প্রারম্ভিক জীবন

নয়ানতারা ২০০১ সালেএ ২০ এপ্রিল কেরলের তিরুবনন্তপুরম জেলায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি মণিনাথ চক্রবর্তী এবং বিন্দু মণিনাথের কন্যা। আয়ান চক্রবর্তী নামে তার ছোটভাই রয়েছে। তিনি কেরলের কোল্লাম জেলা থেকে আগত। তিনি মাত্র ৩ বছর বয়সে তার কর্মজীবন শুরু করেছিলেন।[2] তিনি তিরুবনন্তপুরমের ক্রাইস্ট নগর স্কুলে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেছিলেন। পরবর্তীতে তার পরিবার কোচিতে চলে গেলে সেখানে তিনি ত্রিপুণিতুরায় দ্য চয়েজ স্কুলে পড়াশুনা শুরু করেন। তার উল্লেখযোগ্য কর্মগুলির মধ্যে রয়েছে কিলুক্কাম কিলুকিলুক্কাম, স্বর্ণম, লাউডস্পিকার, ত্রিবান্দ্রম লজ, মারুপদী। তিনি দ্য চেন্নাই সিল্কস, আরএমকেভি সিল্কস এবং সিলভার স্টোর্ম পার্কস সহ বেশ কয়েকটি বিজ্ঞাপনে হাজির হয়েছেন।

পুরস্কার

বছর পুরস্কার বিভাগ চলচ্চিত্র
২০০৬ সত্যান স্মৃতি পুরস্কার শ্রেষ্ঠ শিশু শিল্পী[1] কিলুক্কাম কিলুকিলুক্কাম
২০০৮ অ্যাটলাস - চলচ্চিত্র সমালোচক পুরস্কার শ্রেষ্ঠ শিশু শিল্পী[3] স্বর্ণম
২০০৯ মাতৃভূমি অমৃতা পুরস্কার শ্রেষ্ঠ শিশু শিল্পী
জয়সি ফাউন্ডেশন পুরস্কার শ্রেষ্ঠ শিশু শিল্পী লাউডস্পিকার
জীবন মিনালাই পুরস্কার শ্রেষ্ঠ শিশু শিল্পী
২০১৫ আইফা পুরস্কার (দুবাই) ১০ বছরের শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভিন্ন চলচ্চিত্র

চলচ্চিত্রের তালিকা

বছর চলচ্চিত্র ভূমিকা ভাষা পরিচালক মন্তব্য
২০০৬ কিলুক্কাম কিলুকিলুক্কাম টিংকু মোলে মালয়ালম সন্ধ্যা মোহন
অচানুরঙ্গথা বীদু নয়না লাল জোস
চেজ আচু রাজ বাবু ভাবনার ভাগ্নী হিসাবে
নোটবুক ছাত্রী রোশান অ্যান্ড্রুজ
২০০৭ আথিসায়ণ কিঙ্গিনি বিনয়ন
কনক সিংহাসনাম জয়রামের কন্যা রাজসেনন
ইন্সপেক্টর গারুদ ইনোসেন্টের নাতনী জনি অ্যান্টনি
আকাশম মায়াকুট্টি সুন্দর দাশ
সৌর্যন জয়রামের ভাতিজি ভি. এম. বিনু
ক্যাঙ্গারু পৃথ্বীরাজের ভাতিজি রাজ বাবু
টুয়েন্টি:২০ সুরেশ গোপীর কন্যা জোশী
২০০৮ নোভেল সধার কন্যা
তারা
ইস্ট কোস্ট বিজয়ন
স্বর্ণম পন্নু ভেনুগোপন
তিরক্কথা বেবী শালিনী রঞ্জিত
কুসেলান বালাকৃষ্ণনের মেয়ে তামিল পি. ভাসু
কথনায়াকুডু বালকৃষ্ণের কন্যা তেলুগু পি. ভাসু
ক্রেজি গোপালান মনোজ কে. জয়নের কন্যা মালয়ালম দিপু করুণাকরণ
২০০৯ ভগবান শ্রীনাথের কন্যা প্রশান্ত মাম্বুলি
ই পট্টনাথিল ভূতম জনি অ্যান্টনি
লাউডস্পিকার এঞ্জেলা জয়রাজ
২০১১ নাদাকমে ওলকম মুকেশের কন্যা ভিজি থাম্পি
কালেক্টর সুরেশ গোপীর কন্যা অনিল সি মেনন
নায়িকা জয়রামের কন্যা (আশ্রিত) জয়রাজ
২০১২ ত্রিবান্দ্রম লজ অমলা ভি. কে. প্রকাশ
পোপিন্স চাক্কি ভি. কে. প্রকাশ
২০১৩ সাইলেন্স মম্মুট্টীর কন্যা
আর্য
ভি. কে. প্রকাশ
২০১৪ লিটল সুপারম্যান থ্রিডি সেরাহ মালয়ালম, হিন্দি বিনয়ন [4][5]
২০১৫ আভাল বননাথিনু শেশাম দেবু
শিরোনাম ভূমিকা
মালয়ালম চন্দ্রু মানিকবাসগম
২০১৬ মারুপদী রিয়া (অ্যাবির কন্যা) ভি. এম. বিনু [6][7][8]

তথ্যসূত্র

  1. "Sathyan Memorial Awards announced."The Hindu। ১০ অক্টোবর ২০১৮।
  2. "അഭിനയത്തിന് താല്‍ക്കാലിക വിട."Mangalam। ১০ অক্টোবর ২০১৮।
  3. "Mohanlal, Sukumari adjudged best actors ."The Hindu। ১০ অক্টোবর ২০১৮।
  4. "നയന്‍താരയ്ക്ക് ഇനി ബേബി വേണമെന്നില്ല!"Filmibeat। ১০ অক্টোবর ২০১৮।
  5. "'Little Superman 3D' Review: Critics Call Vinayan's Movie a Visual Experience"International Business Times। ১০ অক্টোবর ২০১৮।
  6. "Rahman and Bhama to pair up"Indiaglitz। ১০ অক্টোবর ২০১৮।
  7. "Bhama Is Back With 'Marupadi."। 10 October 20Filmibeat। এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  8. "When justice is denied."The Hindu। ১০ অক্টোবর ২০১৮।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.