নমন ওঝা

নমন বিনয়কুমার ওঝা (জন্ম: ২০ জুলাই, ১৯৮৩) মধ্যপ্রদেশের উজ্জয়িনে জন্মগ্রহণকারী ভারতীয় ক্রিকেটার। নমন ওঝা আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ভারত ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করছেন। এছাড়া, ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে মধ্যপ্রদেশ দলে ও মধ্যপ্রদেশ টি২০ লীগে ইন্দোরের হয়ে খেলছেন। দলে তিনি মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান ও উইকেট-কিপার।

নমন ওঝা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামনমন বিনয়কুমার ওঝা
জন্ম (1983-07-20) ২০ জুলাই ১৯৮৩
উজ্জয়িন, মধ্যপ্রদেশ, ভারত
উচ্চতা ফুট ৭ ইঞ্চি (১.৭০ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাউইকেট-কিপার, ব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র ওডিআই
(ক্যাপ ১৮৬)
৫ জুন ২০১০ বনাম শ্রীলঙ্কা
ওডিআই শার্ট নং৩০
টি২০আই অভিষেক
(ক্যাপ ৩২)
১২ জুন ২০১০ বনাম জিম্বাবুয়ে
শেষ টি২০আই১৩ জুন ২০১০ বনাম জিম্বাবুয়ে
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০১-বর্তমানমধ্যপ্রদেশ (জার্সি নং ৩০)
২০০৯-২০১০রাজস্থান র‌য়্যালস (জার্সি নং ৩০)
২০১১-২০১৩দিল্লি ডেয়ারডেভিলস (জার্সি নং ৩০)
২০১৪-সানরাইজার্স হায়দরাবাদ (জার্সি নং ৩০)
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই এফসি এলএ টি২০
ম্যাচ সংখ্যা ১০১ ১০৩ ১০১
রানের সংখ্যা ৬৮৭৭ ৩,০৭১ ১৮১৫
ব্যাটিং গড় ১.০০ ৪২.৭১ ৩১.৯৮ ২২.১৩
১০০/৫০ ০/০ ১৬/৪০ ৬/১৭ ০/৯
সর্বোচ্চ রান ২১৯* ১৬৭ ৯৪*
বল করেছে
উইকেট
বোলিং গড়
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং
ক্যাচ/স্ট্যাম্পিং -/১ ২৮/৩৪ ১২১/৩৪ ৬২/১৬
উৎস: cricinfo, ১৩ আগস্ট ২০১৪

প্রারম্ভিক জীবন

২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে রাজস্থান রয়্যাল দলে প্রতিনিধিত্ব করেন।[1] ঐ প্রতিযোগিতায় দু’টি অর্ধ-শতকসহ ১১টি ছক্কা হাঁকান। ব্রিসবেনে জুলাই, ২০১৪ সালে ভারত এ-দলের পক্ষে অনানুষ্ঠানিক টেস্টে ২১৯ রান সংগ্রহ করেন। এ ইনিংসে ২৯ বাউন্ডারি ও ৮ ছক্কা ছিল। ২০০০/০১ মৌসুমে মধ্যপ্রদেশ দলের পক্ষে তার প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে।[2] ২০০৮-০৯ মৌসুমের চ্যালেঞ্জার ট্রফিতে ইন্ডিয়া গ্রিনের পক্ষে ৯৬ রান সংগ্রহ করেন।

খেলোয়াড়ী জীবন

২০১০ সালে জিম্বাবুয়ে সফরে ভারত ক্রিকেট দলের টুয়েন্টি২০ আন্তর্জাতিক দলে বিকল্প উইকেট-কিপার হিসেবে অন্তর্ভুক্ত হন। একই সফরের ত্রি-দেশীয় সিরিজে ভারতের অধিনায়ক ও উইকেট-কিপার মহেন্দ্র সিং ধোনিসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ খেলোয়াড়দেরকে বিশ্রামে রেখে উদীয়মান ক্রিকেটারদেরকে খেলানো হয়েছিল।[3][4] জুলাই, ২০১৪ সালে উইকেট-কিপার ঋদ্ধিমান সাহা আঘাতপ্রাপ্ত হলে ইংল্যান্ড সফরের শেষ দুই টেস্টে তাকে অন্তর্ভুক্ত করা হয়।[5]

তথ্যসূত্র

  1. http://www.rediff.com/cricket/2009/feb/21naman-ojha-to-join-rajasthan-royals.htm
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৩ মে ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৪
  3. 2010 World Twenty20 probables
  4. Ojha called up after Saha injury

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.