নবাবপুর সড়ক

নবাবপুর সড়ক বাংলাদেশের ঢাকা শহরের পুরান ঢাকা অঞ্চলের একটি সড়ক। এটি শাঁখারিবাজার থেকে গুলিস্তান বাজার পর্যন্ত বিস্তৃত। এটি অধিকাংশ সময় মানুষ, রিক্সা ও যানবাহনাদি দ্বারা ভরপুর থাকে।[1]

নবাবপুর সড়ক
দৈর্ঘ্য১ কিমি (১ মাইল)
অবস্থানপুরান ঢাকা, বাংলাদেশ
স্থানাঙ্ক২৩.৭১৭৮৬৬° উত্তর ৯০.৪১১৩৫৭° পূর্ব / 23.717866; 90.411357

ইতিহাস

নবাবপুর সড়কে মিছিল, ৪ঠা ফেব্রুয়ারি ১৯৫২

এই এলাকাটি পূর্বে উমরাহ পাড়া নামে পরিচিত ছিল। মুঘল আমলে উচ্চ রাজকর্মকর্তৃগণ এখানে থাকতেন বলে এটি নবাবপুর নামে পরিচিতি পায়। পরে আনুষ্ঠানিকভাবে এর নাম পরিবর্তন করে ‘নবাবপুর’ রাখা হয়। [2] ১৯৫২ সালে ২২শে ফেব্রুয়ারি, এই সড়কে বাংলা ভাষা আন্দোলন-এর একটি প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে শফিউর রহমান ও একজন নয় বছরের ছেলে সহ কয়েকজন প্রাণ হারায়।[3][4]

গুরুত্ব

লক্ষ্মীনারায়ণ মন্দির, নবাবপুর, ঢাকা

বাংলাদেশে যন্ত্র ও যন্ত্রাংশের সবচেয়ে বড় বাজার নবাবপুরে অবস্থিত।[5] এখানে অনেক হোটেল ও ক্ষুদ্র ব্যবসা-বাণিজ্য চালু রয়েছে।[6] এই সড়কের শেষে আন্টাঘরের ময়দান নামে পরিচিত বাহাদুর শাহ পার্ক অবস্থিত।[7]

এলাকাটিতে প্রচুর হিন্দুধর্মাবলম্বী লোক বাস করেন। এখানে হিন্দুদের দুটি বড় মন্দির রয়েছে- রাধাশ্যাম মন্দির এবং লক্ষ্মীনারায়ণ মন্দির[8]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Book, Development Fieldwork, a practical guide...page 108
  2. ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরী, মুনতাসীর মামুন, পৃষ্ঠা ১৩৮
  3. বশীর আল হেলাল (২০১২)। "ভাষা আন্দোলন"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901। ওএল 30677644Mওসিএলসি 883871743
  4. (Al Helal 2003, পৃ. 483)
  5. Kaler kontho Newspaper
  6. Book, Bangladesh Ediz, Ingles...Page 60
  7. Book, Bangladesh Directory...page 85
  8. Book, Central Persecution and Repression in Bangladesh, some facts...page 37
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.