নবান্ন (ভবন)
নবান্ন হল পশ্চিমবঙ্গের হাওড়া শহরের একটি সরকারি ভবন। পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় ও প্রধান প্রশাসনিক দপ্তর মহাকরণ ভবনের সংস্কারের জন্য বর্তমানে এই ভবনটি অস্থায়ীভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।[1] ২০১৩ সালের ৫ অক্টোবর এখানে সচিবালয় চালু করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।[2][3]
নবান্ন | |
---|---|
বিকল্প নাম | এইচআরবিসি ভবন (HRBC Building) |
সাধারণ তথ্য | |
অবস্থা | সক্রিয় |
অবস্থান | হাওড়া, পশ্চিম বঙ্গ, ভারত |
ঠিকানা | ৩২৫, শরৎ চ্যাটার্জী রোড, শিবপুর, হাওড়া-৭১১১০২ |
উদ্বোধন | ৫ অক্টোবর ২০১৩ |
কারিগরী বিবরণ | |
তলার সংখ্যা | ১৪ |
ভবন
নবান্ন ভবনটি ১৫ তলা উঁচু। এটিতে সরকারের বস্ত্র বিভাগ ও হুগলি রিভার ব্রিজ কমিশনারেটের (এইচআরবিসি) কার্যালয় ছিল। পূর্ত দফতর বর্তমানে এটিকে সচিবালয়ের আকার দিয়েছে।[4] নবান্নের উপরের তলায় মুখ্যমন্ত্রীর কার্যালয় অবস্থিত
তলা | বিশিষ্ট জন | দপ্তর |
---|---|---|
১৫ | মমতা ব্যানার্জ্জী | মুখ্যমন্ত্রী |
১৪ | আলাপন বন্দ্যোপাধ্যায় | |
১৩ | এইচ. কে. দ্বিবেদী
বি পি গোপালিকা |
মুখ্য সচিব
স্বরাষ্ট্র সচিব |
১২ | মনোজ পন্থ | অর্থ সচিব |
১০ | ইন্দ্রনীল সেন | রাষ্ট্রমন্ত্রী |
৯ | শান্তনু বসু | সচিব |
৪ | গুলাম আলি আনসারি | সচিব |
৩ | ওঙ্কর সিং মীনা | সচিব |
২ | দুশায়ন্ত নারায়লা | প্রধান সচিব |
পাদটীকা
- Teething troubles at Nabanna ease out. Indian Express (9 October 2013).
- "Chaos greets employees at Nabanna" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৩-১০-১২ তারিখে. The Times of India. (8 October 2013).
- Facelift for Writers' Building: Didi shifts to Nabanna. Business Standard (8 October 2013).
- Mamata shifts office to Nabanna. The Hindu (6 October 2013).
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.