নবযুগ শ্রেষ্ঠ

নবযুগ শ্রেষ্ঠ (নেপালি: नवयुग श्रेष्ठ, ইংরেজি: Nawayug Shrestha; জন্ম: ৮ জুন ১৯৯০) হলেন একজন নেপালি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে নেপালি ক্লাব পোখরা থান্ডার্স এবং নেপাল জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

নবযুগ শ্রেষ্ঠ
২০১৬ সালে নবযুগ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম নবযুগ শ্রেষ্ঠ
জন্ম (1990-06-08) ৮ জুন ১৯৯০
জন্ম স্থান ইলাম, নেপাল
উচ্চতা ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
পোখরা থান্ডার্স
জার্সি নম্বর ১৮
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৫–২০১৯ নেপাল সেনাবাহিনী
২০১৯ পারো
২০১৯–২০২১ নেপাল সেনাবাহিনী
২০২১– পোখরা থান্ডার্স
২০২১ত্রিভুবন সেনাবাহিনী (ধার)
জাতীয় দল
২০১৫– নেপাল ৪০ (৭)
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪:৩২, ১৮ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:০৪, ২৩ অক্টোবর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৫–১৬ মৌসুমে, নেপালি ক্লাব নেপাল সেনাবাহিনীর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; নেপাল সেনাবাহিনীর হয়ে চার মৌসুম অতিবাহিত করার পর ২০১৯–২০ ভুটানি ক্লাব পারোয় যোগদান করেছেন। পারোয় মাত্র এক মৌসুম অতিবাহিত করার পর পুনরায় নেপালি ক্লাব নেপাল সেনাবাহিনীর সাথে চুক্তি স্বাক্ষর করেছেন। ২০২১–২২ মৌসুমে, তিনি নেপাল সেনাবাহিনী হতে নেপালি ক্লাব পোখরা থান্ডার্সে যোগদান করেছেন। মাঝে তিনি এক মৌসুমের জন্য ত্রিভুবন সেনাবাহিনীর হয়ে ধারে খেলেছেন।

নবযুগ ২০১৫ সালে নেপালের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; নেপালের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪০ ম্যাচে ৭টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

নবযুগ শ্রেষ্ঠ ১৯৯০ সালের ৮ই জুন তারিখে নেপালের ইলামে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

২০১৫ সালের ৩১শে আগস্ট তারিখে, ২৫ বছর, ২ মাস ও ২৩ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী নবযুগ ভারতের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নেপালের হয়ে অভিষেক করেছেন।[1] উক্ত ম্যাচের ৫৫তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় জগজিত শ্রেষ্ঠের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[2] ম্যাচটি নেপাল ০–০ গোলে ড্র করেছিল।[3] নেপালের হয়ে অভিষেকের বছরে নবযুগ সর্বমোট ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ৪ মাস ও ১৯ দিন পর, নেপালের জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন; ২০১৬ সালের ১৯শে জানুয়ারি তারিখে, মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচের ৫২তম মিনিটে নেপালের হয়ে গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন;[4] একই ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে তিনি তার প্রথম হ্যাট্রিকটি করেছেন। তিনি উক্ত ম্যাচে নেপালের হয়ে ১ম, ৩য় এবং ৪র্থ গোল করেছেন।[5]

পরিসংখ্যান

আন্তর্জাতিক

২৩ অক্টোবর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
নেপাল২০১৫
২০১৬
২০১৭
২০১৮
২০১৯
২০২০
২০২১১১
সর্বমোট৪০

তথ্যসূত্র

  1. "India - Nepal 0:0 (Friendlies 2015, August)"worldfootball.net। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২১
  2. "India - Nepal, Aug 31, 2015 - International Friendlies - Match sheet"Transfermarkt (ইংরেজি ভাষায়)। ৩১ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২১
  3. Strack-Zimmermann, Benjamin (৩১ আগস্ট ২০১৫)। "India vs. Nepal (0:0)"National Football Teams। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২১
  4. "Maldives - Nepal, Jan 19, 2016 - International Friendlies - Match sheet"Transfermarkt (ইংরেজি ভাষায়)। ১৯ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২১
  5. Strack-Zimmermann, Benjamin (১৯ জানুয়ারি ২০১৬)। "Maldives vs. Nepal (1:4)"National Football Teams। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.