নবম জাতীয় সংসদ
নবম জাতীয় সংসদ ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত হয়। ২০০৯ সালের ৬ জানুয়ারি মন্ত্রিসভার সদস্যগণ শপথ গ্রহণ করেন।[1] ২৫ জানুয়ারি নবম সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত শুরু হয়। সে সময় জাতীয় সংসদের ৩৪৫টি আসনের মধ্যে জণগনের সরাসরি ভোটে নির্বাচিত আসন ৩০০টি এবং ৪৫টি মহিলা আসন হিসেবে সংরক্ষিত। ৩০০টি আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ২৩০টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে শেখ হাসিনাকে প্রধান করে সরকার গঠন করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩০টি আসনে জয়লাভ করে বিরোধীদলের মর্যাদা পায় যাতে খালেদা জিয়া সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। নবম সংসদে আবদুল হামিদ স্পিকার (পরবর্তীতে রাষ্ট্রপতি) এবং শওকত আলী ডেপুটি স্পিকার নির্বাচিত হন।[2]
নবম জাতীয় সংসদ | |
---|---|
ধরন | |
ধরন | |
ইতিহাস | |
পূর্বসূরী | অষ্টম জাতীয় সংসদ |
উত্তরসূরী | দশম জাতীয় সংসদ |
নেতৃত্ব | |
ডেপুটি স্পীকার | |
গঠন | |
আসন | ৩৪৫ |
রাজনৈতিক দল | মহাজোট(২৬১)
চার দলীয় জোট(৩৩)
অন্যান্য
|
নির্বাচন | |
সর্বশেষ নির্বাচন | নবম জাতীয় সংসদ নির্বাচন |
পরবর্তী নির্বাচন | দশম জাতীয় সংসদ নির্বাচন |
সভাস্থল | |
জাতীয় সংসদ ভবন, শের-ই-বাংলা নগর, ঢাকা, বাংলাদেশ | |
ওয়েবসাইট | |
http://www.parliament.gov.bd/ |
উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ
নাম | আলোকচিত্র | পদবী | কার্যকাল | রাজনৈতিক দল |
---|---|---|---|---|
আবদুল হামিদ | স্পিকার | ২৫ জানুয়ারি ২০০৯ - ২৪ এপ্রিল ২০১৩ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
শিরীন শারমিন চৌধুরী | স্পিকার | ৩০ এপ্রিল ২০১৩ - ২৯ জানুয়ারি ২০১৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
শওকত আলী | ডেপুটি স্পিকার | ২৫ জানুয়ারি ২০০৯ - ২৯ জানুয়ারি ২০১৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
শেখ হাসিনা | সংসদ নেতা | ২৫ জানুয়ারি ২০০৯ - ২৯ জানুয়ারি ২০১৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
জিল্লুর রহমান | সংসদ উপনেতা | ২৫ জানুয়ারি ২০০৯ - ১২ ফেব্রুয়ারি ২০০৯ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
সৈয়দা সাজেদা চৌধুরী | সংসদ উপনেতা | ১২ ফেব্রুয়ারি ২০০৯ - ২৯ জানুয়ারি ২০১৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
আব্দুস শহীদ | চীফ হুইপ | ২৫ জানুয়ারি ২০০৯ - ২৯ জানুয়ারি ২০১৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
নূর-ই-আলম চৌধুরী | হুইপ | ২৫ জানুয়ারি ২০০৯ - ২৯ জানুয়ারি ২০১৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
আ. স. ম. ফিরোজ | হুইপ | ২৫ জানুয়ারি ২০০৯ - ২৯ জানুয়ারি ২০১৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
শেখ আব্দুল ওহাব | হুইপ | ২৫ জানুয়ারি ২০০৯ - ২৯ জানুয়ারি ২০১৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
মির্জা আজম | হুইপ | ২৫ জানুয়ারি ২০০৯ - ২৯ জানুয়ারি ২০১৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
সাগুফতা ইয়াসমিন এমিলি | হুইপ | ২৫ জানুয়ারি ২০০৯ - ২৯ জানুয়ারি ২০১৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
মুজিবুল হক মুজিব | হুইপ | ২৫ জানুয়ারি ২০০৯ - ২৯ জানুয়ারি ২০১৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
খালেদা জিয়া | বিরোধীদলীয় নেতা | ২৫ জানুয়ারি ২০০৯ - ২৯ জানুয়ারি ২০১৪ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
সালাউদ্দিন কাদের চৌধুরী | বিরোধীদলীয় দলীয় উপনেতা | ২৫ জানুয়ারি ২০০৯ - ২৯ জানুয়ারি ২০১৪ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
জয়নুল আবেদিন ফারুক | বিরোধীদলীয় চিফ হুইপ | ২৫ জানুয়ারি ২০০৯ - ২৯ জানুয়ারি ২০১৪ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
তথ্যসূত্র
- "মঙ্গলবার নতুন সরকার শপথ নেবে'"। বিবিসি। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০।
- "প্রাক্তন সংসদসমূহ" (পিডিএফ)। জাতীয় সংসদ। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.