নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন

নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন হল পূর্ব রেল জোনের ব্যান্ডেল কাটোয়া রেলপথের একটি রেলওয়ে স্টেশন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার অন্তর্গত স্টেশনটি নবদ্বীপ এবং পার্শ্ববর্তী এলাকায় রেল পরিষেবা প্রদান করে।[1] যাত্রী ট্রেন (প্যাসেঞ্জার) এবং এক্সপ্রেস ট্রেনগুলি রেলওয়ে স্টেশনের উপর দিয়ে যায়।


নবদ্বীপ ধাম
কলকাতা ও কলকাতা শহরতলীর রেলওয়ে স্টেশনের তালিকা
অবস্থানস্টেশন রোড, নবদ্বীপ, পশ্চিমবঙ্গ
ভারত
স্থানাঙ্ক২৩.৩৯৭৯° উত্তর ৮৮.৩৫৬৯° পূর্ব / 23.3979; 88.3569
উচ্চতা১৬ মিটার (৫২ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতপূর্ব রেলওয়ে
লাইনব্যান্ডেল কাটোয়া লাইন
প্ল্যাটফর্ম
নির্মাণ
গঠনের ধরনস্ট্যান্ডার্ড
পার্কিংনেই
সাইকেলের সুবিধাহ্যাঁ
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
স্টেশন কোডNDAE
বিভাগ হাওড়া
ইতিহাস
চালু১৯১৩
বৈদ্যুতীকরণ১৯৯৪ ২৫ কিলো ভোল্ট
আগের নামইস্ট ইন্ডিয়া কোম্পানি
পরিষেবা
পূর্ববর্তী স্টেশন   ভারতীয় রেলওয়ে   পরবর্তী স্টেশন
পূর্ব রেলওয়ে
অবস্থান
নবদ্বীপ ধাম পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
নবদ্বীপ ধাম
নবদ্বীপ ধাম
পশ্চিমবঙ্গে অবস্থান
নবদ্বীপ ধাম ভারত-এ অবস্থিত
নবদ্বীপ ধাম
নবদ্বীপ ধাম
পশ্চিমবঙ্গে অবস্থান

ইতিহাস

প্রাথমিকভাবে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের অন্তর্গত কলকাতা (শিয়ালদহ)-কুষ্টিয়া রেলপথ ১৮৬২ সালে যাত্রী পরিবহনের জন্য খোলা হয়েছিল। হুগলি - কাটোয়া শাখা রেলপথ ১৯১৩ সালে হাওড়া শাখার একটি সম্প্রসারিত অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৯৪ - ৯৬ সালের মধ্যে এই শাখাটি বৈদ্যুতিক ট্রেন চলার উপযুক্ত করা হয়।[2]

অবস্থান

নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গের নবদ্বীপ শহরের পশ্চিমে অবস্থিত। হাওড়া-ব্যান্ডেল-নবদ্বীপ ধাম- কাটোয়া-নিউ জলপাইগুড়ি মধ্য দিয়ে রেলপথটি অগ্রসর হয়েছে। স্টেশন শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে ১১৩ কিলোমিটার ও হাওড়া থেকে ১০৫ কিমি দুরে অবস্থিত এবং ব্যান্ডেল থেকে ৬০ কিমি দূরে নদিয়া জেলায় অবস্থিত।

এই রেলওয়ে স্টেশনটি নদিয়া ও পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনগুলির একটি।

প্রধান ট্রেন

  • কলকাতা-গুয়াহাটি গরীবরথ এক্সপ্রেস
  • তিস্তা তোর্সা এক্সপ্রেস
  • কামরূপ এক্সপ্রেস
  • রাধিকাপুর এক্সপ্রেস
  • হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস
  • নবদ্বীপ ধাম - মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস (ভায়া-আজিমগঞ্জ)
  • হাটেবাজারে এক্সপ্রেস
  • হাওড়া- কাটিহার এক্সপ্রেস
  • কলকাতা - ডিব্রুগড় এক্সপ্রেস
  • হাওড়া - বালুরঘাট এক্সপ্রেস
  • নিউ জলপাইগুড়ি- দিঘা পাহাড়িয়া এক্সপ্রেস
  • পুরী - কামাখ্যা এক্সপ্রেস (ভায়া হাওড়া)
  • হাওড়া - আজিমগঞ্জ প্যাসেঞ্জার
  • শিয়ালদহ - জঙ্গীপুর ডেমু

পরিকাঠামো

দ্বৈত রেল ট্র্যাক স্থাপন করার পর রেলওয়ে স্টেশনে ৪ টি প্ল্যাটফর্ম রয়েছে।

বৈদ্যুতিকীকরণ

কাটোয়া-ব্যান্ডেল বিভাগকে ১৯৯৪-১৯৯৬ সালে বিদ্যুতায়িত করা হয়েছে।

তথ্যসূত্র

  1. "NDAE/Nabadwip Dham"। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৬, ২০১৮
  2. "Nabadwip Dham-Patuli DL Railway Line"। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৬, ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.