নবগ্রাম ইউনিয়ন, ঝালকাঠি সদর

নবগ্রাম বাংলাদেশের ঝালকাঠি জেলার অন্তর্গত ঝালকাঠি সদর উপজেলার একটি ইউনিয়ন

নবগ্রাম
ইউনিয়ন
৩নং নবগ্রাম ইউনিয়ন পরিষদ
নবগ্রাম
নবগ্রাম
বাংলাদেশে নবগ্রাম ইউনিয়ন, ঝালকাঠি সদরের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪২′৫৬.৯৯৯″ উত্তর ৯০°১১′৫৫.০০০″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগবরিশাল বিভাগ
জেলাঝালকাঠি জেলা
উপজেলাঝালকাঠি সদর উপজেলা 
আয়তন
  মোট১,৩০৮ হেক্টর (৩,২৩৩ একর)
জনসংখ্যা
  মোট১৭,৬০৬
  জনঘনত্ব১,৩০০/বর্গকিমি (৩,৫০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
১০ ৪২ ৪০ ৭৬
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

নবগ্রাম ইউনিয়নের আয়তন ৩,২৩৩ একর।[1]

প্রশাসনিক কাঠামো

নবগ্রাম ইউনিয়ন ঝালকাঠি সদর উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ঝালকাঠি সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১২৬নং নির্বাচনী এলাকা ঝালকাঠি-২ এর অংশ।

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নবগ্রাম ইউনিয়নের মোট জনসংখ্যা ১৭,৬০৬ জন। এর মধ্যে পুরুষ ৮,৬০৩ জন এবং মহিলা ৯,০০৩ জন। মোট পরিবার ৪,০৯৮টি।[1]

শিক্ষা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নবগ্রাম ইউনিয়নের সাক্ষরতার হার ৬২.৬%।[1]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.