নন্নী ইউনিয়ন
নন্নী ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন ।[1][2]
নন্নী | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() নন্নী ![]() ![]() নন্নী | |
স্থানাঙ্ক: ২৫°৫′২″ উত্তর ৯০°১১′৫৭″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | শেরপুর জেলা |
উপজেলা | নালিতাবাড়ী উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
ইতিহাস
১৯১৯ সনের আইনে নন্নী ইউনিয়ন বোর্ড গঠিত হয়েছিল। পাকিস্তান সৃষ্টির পরেও ১৯৫৯ সন পর্যন্ত উপনিবেশিক পদ্ধতিতে স্থানীয় সরকার টিকে ছিল এবং নন্নী ইউনিয়ন একটি সতন্ত্র ইউনিয়ন ছিল । ১৯৫৯ সনে ইউনিয়ন বোর্ডের নাম পরিবরতন করে ইউনিয়ন কাউন্সিল রাখা হয় । একই বছর আইয়ুব খান মৌলিক গনতন্ত্র ব্যবস্থা চালু করে । কিন্তু কাম্য জনসংখ্যা না থাকায় নন্নী ইউনিয়ন কে পোড়াগাও ইউনিয়ন এর সাথে যুক্ত করা হয়েছিল এবং নামকরন করা হয়েছিল নন্নী-পোড়াগাও ইউনিয়ন। ১৯৯২ পর্যন্ত নন্নী-পোড়াগাও একটি ইউনিয়ন হিসেবেই বহাল ছিলো । জনসংখ্যা বৃদ্ধি এবং প্রশাসনিক কারনে ১৯৯২ সনে এক সরকারি প্রজ্ঞাপনমুলে নন্নী এবং পোড়াগাও বিভক্ত হয়ে দুইটি ইউনিয়ন হয় । বর্তমানে নন্নী একটি সতন্ত্র ইউনিয়ন[3]
প্রশাসনিক এলাকা ও জনসংখ্যা
আয়তন : ২৩.৮৮ বর্গ কিলোমিটার
জনসংখ্যা : ২৬২৩৪ জন
মৌজাঃ ১৪ টি
গ্রামঃ ২০ টি
জমির পরিমানঃ ২৩৮৮ হেক্টর[4]
গ্রাম ভিত্তিক লোকসংখ্যা
১। ১নং ওয়ার্ডঃ বাইগরপাড়া+নন্নী বাজার=১৮০০ জন।
২। ২নং " নন্নী পশ্চিম পাড়া = ১৯০০ জন।
৩। ৩নং " নন্নী পূর্বপাড়া+আমলাতলি =১৭০০ জন।
৪। ৪নং " নন্নী উত্তরবন+তাজুরাবাদ = ১৩০০ জন।
৫। ৫নং " বন্ধধারা+উদলাকচি+ছাইচাকুড়া=১৮০০জন।
৬। ৬নং " ঢেকড়াপাড়া+উত্তরবন =১৬০০ জন।
৭। ৭নং " কয়রাকুড়ি+অভয়পুর+কুতুবাকুড়া= ১৫০০ জন।
৮। ৮নং " কাচিমৌ+নিশ্চিন্তপুর =১৪০০ জন।
৯। ৯ নং " বনকুড়া =২২০০ জন।[5]
শিক্ষা
শিক্ষার হার:
শিক্ষা প্রতিষ্ঠান
- মসজিদঃ ৩০ টি
- মন্দিরঃ ৪টি
- কলেজঃ ১টি
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ ৮টি
- মাধ্যমিক বিদ্যালয়ঃ ৩টি
- আলীম মাদ্রাসাঃ ২টি
- দাখিল মাদ্রাসাঃ ১টি
- কওমী মাদ্রাসাঃ ৩টি[6]
দর্শনীয় স্থান
নন্নী বাজার বায়তুল আমান জামে মসজিদ ও মসজিদের পুকুর, চেল্লাখালি নদীর উপরে স্টিলের সেতু
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান- বিনাভোটে নির্বাচিত ডাঃ মোঃ বিল্লাল হোসেন চৌধুরী
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | একেএম মোখলেছুর রহমান রিপন | ২০/০১/২০০৪-২৫-০৩/২০০৪ |
০২ | মোঃ আবুল কালাম (ভারপ্রাপ্ত) | ২৫/০৩/২০০৪-১৬/০৪/২০০৭ |
০৩ | একেএম মোখলেছুর রহমান রিপন | ১৬/০৪/২০০৭-৩০/১০/২০১০ |
০৪ | মোঃ আবুল কালাম (ভারপ্রাপ্ত) | ৩০/১০/২০১০-১২/১১/২০১০ |
০৫ | একেএম মোখলেছুর রহমান রিপন | ১২/১১/২০১০-২২/০৪/২০১৪ |
০৬ | ||
০৭ |
আরও দেখুন
তথ্যসূত্র
- "নন্নী ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০।
- "নালিতাবাড়ী উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ২৫ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০।