নন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব

নন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব শ্রীলঙ্কার কলম্বোভিত্তিক প্রথম-শ্রেণীর ক্রিকেট দলনন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে দলটি অতিথি দলগুলোর বিপক্ষে নিজেদের খেলার আয়োজন করে থাকে।[2]

নন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব
কর্মীবৃন্দ
অধিনায়ক অ্যাঞ্জেলো পেরেরা
কোচ সজিত ফার্নান্দো
দলের তথ্য
শহরকলম্বো
রংনীল     [1]
প্রতিষ্ঠা১৮৮৮ (1888)
স্বাগতিক মাঠনন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ড
ধারণক্ষমতা২,০০০
ইতিহাস
প্রিমিয়ার ট্রফি জয়১৬
প্রিমিয়ার লিমিটেড ওভার্স টুর্নামেন্ট জয়
টুয়েন্টি২০ টুর্নামেন্ট জয়
উল্লেখযোগ্য খেলোয়াড়কুমার সাঙ্গাকারা
অরবিন্দ ডি সিলভা
রাসেল আর্নল্ড
লাসিথ মালিঙ্গা
উপুল থারাঙ্গা
দীনেশ চন্ডিমাল

১৮৮৮ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছিল। যে-কেউ অংশগ্রহণ করতে পারবে এ নীতিবোধে বিশ্বাসী হিসেবে নন্দেস্ক্রিপ্টস নামটি আহরিত হয়েছে। স্বতন্ত্র জাতিগোষ্ঠীর অংশগ্রহণে কলম্বোভিত্তিক অন্যান্য ক্লাব বিশেষ করে সিংহলীজ স্পোর্টস ক্লাব, মুরস স্পোর্টস ক্লাব এবং তামিল ইউনিয়ন ক্রিকেট ও অ্যাথলেটিক ক্লাবের সাথে বিপরীত চিত্র তুলে ধরে। এর সদস্য সকলের জন্যে উন্মুক্ত।[3]

সম্মাননা

  • পি সারাভানামুত্তু ট্রফি / রবার্ট সেনানায়েকে ট্রফি / লাকস্প্রে ট্রফি / প্রিমিয়ার ট্রফি (১৬)

১৯৫২-৫৩, ১৯৫৩-৫৪, ১৯৫৪-৫৫, ১৯৫৬-৫৭, ১৯৫৭-৫৮, ১৯৬০-৬১, ১৯৬৯-৭০, ১৯৭০-৭১, ১৯৭৫-৭৬, ১৯৭৬-৭৭, ১৯৭৮-৭৯, ১৯৮৫-৮৬, ১৯৮৮-৮৯, ১৯৯৩-৯৪, ২০০০-০১, ২০১৩-১৪

  • অনূর্ধ্ব-২৩ ট্রফি (২)

২০০৮-০৯ ২০০৯-১০

দলীয় রেকর্ড

  • সর্বোচ্চ দলীয় সংগ্রহ - ৫৩৮ ব সিংহলীজ স্পোর্টস ক্লাব
  • ইনিংসে সেরা বোলিং পরিসংখ্যান - লিন্ডন হানিবল ৮/৩৮ ব এমএসসি
  • প্রথম খেলায় শতরান - প্রসাদ পদ্মাশঙ্কা, ১০৬ ব পিএসসি
  • উভয় ইনিংসে শতরান - প্রদীপ হিউয়েগি ১৬৮ ও ১২৩ ব মাতারা
  • ব্যক্তিগত সর্বোচ্চ রান - অরবিন্দ ডি সিলভা ২২২ ব এসএসসি
  • জুটি রেকর্ড -
  • ১ম - ২৩৩, আরপি আর্নল্ড ও এস বীরাসিংহে
  • ২য় - ২২৬, আরপি আর্নল্ড ও এমএন নওয়াজ
  • ৩য় - ১৪৩, এমএন নওয়াজ ও পিএ ডি সিলভা
  • ৪র্থ - ২৮৫, এইচপি তিলকরত্নে ও সিপি মাপাতুনা
  • ৫ম - ২৩৪*, আরপি আর্নল্ড ও সিপি মাপাতুনা
  • ৬ষ্ঠ - ২৩৯*, ডিএ গুণবর্ধনে ও এইচপি তিলকরত্নে
  • ৭ম - ১৫৩, পিএ ডি সিলভা ও এজিডি বিক্রমাসিংহে
  • ৮ম - ১৪৭* আরএস কালপেগে ও এমটিটি মিরান্ডো
  • ৯ম - ১৩০, এইচপি তিলকরত্নে ও কেআর পুষ্পকুমারা
  • ১০ম - ৬২, আরএস কালপেগে ও ডব্লিউএস সিরিমানে

অন্য নন্দেস্ক্রিপ্টস ক্লাব

১৯শ শতাব্দীতে লন্ডনভিত্তিক দল থেকে নন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব নামটি এসেছে। বিস্ময়কর ক্রিকেট ক্লাব হিসেবে নন্দেস্ক্রিপ্টসের কোন নির্দিষ্ট মাঠ ছিল না ও বিভিন্ন মানের খেলোয়াড়দেরকে নিয়ে গঠিত হয়। ১৯৬২ সালে মূলতঃ ক্রিকেটের নীতি, ক্রীড়াসূলভ মনোভাব, পোশাকের উচ্চ মান, দৃষ্টিভঙ্গী ও প্রয়োগ ঘটাতে নিউজিল্যান্ডীয় নন্দেস্ক্রিপ্টস ক্লাব প্রতিষ্ঠিত হয়। বিস্ময়কর ক্লাব হিসেবে এটি ওয়েলিংটন ও লোয়াড় হাটের খেলোয়াড়দের নিয়ে গঠিত হয়েছিল। ইয়ান চ্যাটফিল্ড, জন রিডবব ব্লেয়ারসহ আটজন নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার অংশ নিয়েছেন। ১৯৮০-এর দশকে নন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব ব্রুনেই ক্রিকেট লীগে অংশ নিয়েছিল। মূলতঃ শ্রীলঙ্কান প্রবাসী সিংহলী ও তামিলদের নিয়ে ক্লাবটি গঠিত হলেও পরবর্তীতে অন্য ক্লাবের সাথে নাম পরিবর্তিত হয়ে একীভূত হয়।

উল্লেখযোগ্য খেলোয়াড়

তথ্যসূত্র

  1. "Sri Lanka Cricket"www.srilankacricket.lk। ৭ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০২০
  2. Nondescripts Cricket Club Ground, Colombo - Cricinfo
  3. "Descriptions of the Nondescripts" - Andrew Miller, Cricinfo

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.