নন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব
নন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব শ্রীলঙ্কার কলম্বোভিত্তিক প্রথম-শ্রেণীর ক্রিকেট দল। নন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে দলটি অতিথি দলগুলোর বিপক্ষে নিজেদের খেলার আয়োজন করে থাকে।[2]
কর্মীবৃন্দ | |
---|---|
অধিনায়ক | অ্যাঞ্জেলো পেরেরা |
কোচ | সজিত ফার্নান্দো |
দলের তথ্য | |
শহর | কলম্বো |
রং | নীল [1] |
প্রতিষ্ঠা | ১৮৮৮ |
স্বাগতিক মাঠ | নন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ড |
ধারণক্ষমতা | ২,০০০ |
ইতিহাস | |
প্রিমিয়ার ট্রফি জয় | ১৬ |
প্রিমিয়ার লিমিটেড ওভার্স টুর্নামেন্ট জয় | ৫ |
টুয়েন্টি২০ টুর্নামেন্ট জয় | ০ |
উল্লেখযোগ্য খেলোয়াড় | কুমার সাঙ্গাকারা অরবিন্দ ডি সিলভা রাসেল আর্নল্ড লাসিথ মালিঙ্গা উপুল থারাঙ্গা দীনেশ চন্ডিমাল |
১৮৮৮ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছিল। যে-কেউ অংশগ্রহণ করতে পারবে এ নীতিবোধে বিশ্বাসী হিসেবে নন্দেস্ক্রিপ্টস নামটি আহরিত হয়েছে। স্বতন্ত্র জাতিগোষ্ঠীর অংশগ্রহণে কলম্বোভিত্তিক অন্যান্য ক্লাব বিশেষ করে সিংহলীজ স্পোর্টস ক্লাব, মুরস স্পোর্টস ক্লাব এবং তামিল ইউনিয়ন ক্রিকেট ও অ্যাথলেটিক ক্লাবের সাথে বিপরীত চিত্র তুলে ধরে। এর সদস্য সকলের জন্যে উন্মুক্ত।[3]
সম্মাননা
- পি সারাভানামুত্তু ট্রফি / রবার্ট সেনানায়েকে ট্রফি / লাকস্প্রে ট্রফি / প্রিমিয়ার ট্রফি (১৬)
১৯৫২-৫৩, ১৯৫৩-৫৪, ১৯৫৪-৫৫, ১৯৫৬-৫৭, ১৯৫৭-৫৮, ১৯৬০-৬১, ১৯৬৯-৭০, ১৯৭০-৭১, ১৯৭৫-৭৬, ১৯৭৬-৭৭, ১৯৭৮-৭৯, ১৯৮৫-৮৬, ১৯৮৮-৮৯, ১৯৯৩-৯৪, ২০০০-০১, ২০১৩-১৪
- অনূর্ধ্ব-২৩ ট্রফি (২)
২০০৮-০৯ ২০০৯-১০
দলীয় রেকর্ড
- সর্বোচ্চ দলীয় সংগ্রহ - ৫৩৮ ব সিংহলীজ স্পোর্টস ক্লাব
- ইনিংসে সেরা বোলিং পরিসংখ্যান - লিন্ডন হানিবল ৮/৩৮ ব এমএসসি
- প্রথম খেলায় শতরান - প্রসাদ পদ্মাশঙ্কা, ১০৬ ব পিএসসি
- উভয় ইনিংসে শতরান - প্রদীপ হিউয়েগি ১৬৮ ও ১২৩ ব মাতারা
- ব্যক্তিগত সর্বোচ্চ রান - অরবিন্দ ডি সিলভা ২২২ ব এসএসসি
- জুটি রেকর্ড -
- ১ম - ২৩৩, আরপি আর্নল্ড ও এস বীরাসিংহে
- ২য় - ২২৬, আরপি আর্নল্ড ও এমএন নওয়াজ
- ৩য় - ১৪৩, এমএন নওয়াজ ও পিএ ডি সিলভা
- ৪র্থ - ২৮৫, এইচপি তিলকরত্নে ও সিপি মাপাতুনা
- ৫ম - ২৩৪*, আরপি আর্নল্ড ও সিপি মাপাতুনা
- ৬ষ্ঠ - ২৩৯*, ডিএ গুণবর্ধনে ও এইচপি তিলকরত্নে
- ৭ম - ১৫৩, পিএ ডি সিলভা ও এজিডি বিক্রমাসিংহে
- ৮ম - ১৪৭* আরএস কালপেগে ও এমটিটি মিরান্ডো
- ৯ম - ১৩০, এইচপি তিলকরত্নে ও কেআর পুষ্পকুমারা
- ১০ম - ৬২, আরএস কালপেগে ও ডব্লিউএস সিরিমানে
অন্য নন্দেস্ক্রিপ্টস ক্লাব
১৯শ শতাব্দীতে লন্ডনভিত্তিক দল থেকে নন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব নামটি এসেছে। বিস্ময়কর ক্রিকেট ক্লাব হিসেবে নন্দেস্ক্রিপ্টসের কোন নির্দিষ্ট মাঠ ছিল না ও বিভিন্ন মানের খেলোয়াড়দেরকে নিয়ে গঠিত হয়। ১৯৬২ সালে মূলতঃ ক্রিকেটের নীতি, ক্রীড়াসূলভ মনোভাব, পোশাকের উচ্চ মান, দৃষ্টিভঙ্গী ও প্রয়োগ ঘটাতে নিউজিল্যান্ডীয় নন্দেস্ক্রিপ্টস ক্লাব প্রতিষ্ঠিত হয়। বিস্ময়কর ক্লাব হিসেবে এটি ওয়েলিংটন ও লোয়াড় হাটের খেলোয়াড়দের নিয়ে গঠিত হয়েছিল। ইয়ান চ্যাটফিল্ড, জন রিড ও বব ব্লেয়ারসহ আটজন নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার অংশ নিয়েছেন। ১৯৮০-এর দশকে নন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব ব্রুনেই ক্রিকেট লীগে অংশ নিয়েছিল। মূলতঃ শ্রীলঙ্কান প্রবাসী সিংহলী ও তামিলদের নিয়ে ক্লাবটি গঠিত হলেও পরবর্তীতে অন্য ক্লাবের সাথে নাম পরিবর্তিত হয়ে একীভূত হয়।
উল্লেখযোগ্য খেলোয়াড়
তথ্যসূত্র
- "Sri Lanka Cricket"। www.srilankacricket.lk। ৭ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০২০।
- Nondescripts Cricket Club Ground, Colombo - Cricinfo
- "Descriptions of the Nondescripts" - Andrew Miller, Cricinfo