নন্টে ফন্টে (চলচ্চিত্র)

নন্টে ফন্টে ২০২৩ সালের নারায়ণ দেবনাথের নন্টে ফন্টে কমিকের কাহিনি অবলম্বনে অনির্বাণ চক্রবর্তীর পরিচালনায় একটি আসন্ন হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অম্লান মজুমদার। সংগীত পরিচালনা করেছেন অনুপম রায়। সিনেমাটোগ্রাফার আয়ুব আলী খান। সমর হালদারের শিল্প নির্দেশনায়, জালান ইন্টারন্যাশনাল ফিল্মসের প্রযোজনায় মুক্তি পাবে নন্টে-ফন্টে। গণমাধ্যম প্রচারের দায়িত্বে রানা বসু ঠাকুর। প্রধান ভূমিকায় আছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, অম্লান মজুমদার, শুভাশিষ মুখোপাধ্যায়, সুমিত সমাদ্দার।[1] এটি ১৯ মে মুক্তি পাওয়ার কথা।[2]

নন্টে ফন্টে
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকঅনির্বাণ চক্রবর্তী
প্রযোজকব্রিজ জালান
চিত্রনাট্যকারঅম্লান মজুমদার
উৎসনারায়ণ দেবনাথের নন্টে ফন্টে
শ্রেষ্ঠাংশে
সুরকারঅনুপম রায়
চিত্রগ্রাহকআয়ুব আলী খান
সম্পাদকএম সুস্মিত
প্রযোজনা
কোম্পানি
জালান ইন্টারন্যাশনাল ফিল্মস
মুক্তি
  • ২৯ মে ২০২৩ (2023-05-29)
দেশভারত
ভাষাবাংলা

কাহিনী

হীরাগঞ্জ আর মতিগঞ্জ কার্যত অতিষ্ঠ নন্টে ফন্টের তাণ্ডবে। ১২ বছরের দুই কিশোরের দুষ্টুমিতে জেরবার সবাই। শেষমেশ তাঁদের ২জনকে হাতি স্যারের হস্টেলে পাঠানোর সিদ্ধান্ত নেয় তাদের পরিবার। অগত্যা দুই দস্যি ছেলের নতুন ঠিকানা হয় হাতি স্যারের হস্টেলে। বিধির বিধান। তাদের ঘরও হয় একটিই। শুরু হয় দুজনের লড়াই। কে বড়? নন্টে যেমন ফন্টেকে জব্দ করতে চায় , তেমনি ফন্টেও বুদ্ধি আঁটে কিভাবে নন্টেকে ঘায়েল করবে। এসব করতে গিয়েই তারা ধরে ফেলে চোর কাঁকড়াকে। এ হেন কাঁকড়া আবার ড্রাগন পরিবারের সদস্য।

কলাকুশলী

  • পরাণ বন্দ্যোপাধ্যায়
  • অম্লান মজুমদার
  • শুভাশিস মুখোপাধ্যায়
  • সুমিত সমাদ্দার
  • লামা
  • কাঞ্চনা
  • বিশ্বজিৎ চক্রবর্তী
  • পার্থসারথি দেব
  • পুলকিতা
  • সোহম বসু রায় চৌধুরী
  • সোহম বোস
  • কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়
  • মনোজ্যোতি মুখোপাধ্যায়
  • নিমাই ঘোষ

মুক্তি

২০২৩ সালের ১৯ মে চলচ্চিত্রটি বড়পর্দায় মুক্তি পাবে।[2]

আরো দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.