নতুন তিনসুকিয়া জংশন রেলওয়ে স্টেশন

নিউ তিনসুকিয়া হল লামডিং-ডিব্রুগড় সেকশনের একটি রেলওয়ে জংশন স্টেশন। এটি ভারতের আসাম রাজ্যের তিনসুকিয়া জেলায় অবস্থিত। এটি তিনসুকিয়া এবং আশেপাশের এলাকায় পরিসেবা প্রদান করে। পুরনো তিনসুকিয়া স্টেশনের পর এটি তিনসুকিয়া শহরের দ্বিতীয় রেলওয়ে স্টেশন।

নিউ তিনসুকিয়া রেলওয়ে স্টেশন
জংশন স্টেশন
নিউ তিনসুকিয়া রেলওয়ে স্টেশন
অবস্থানআসাম ট্রাঙ্ক রোড, হিজুগুড়ি, তিনসুকিয়া জেলা, আসাম
ভারত
স্থানাঙ্ক২৭°২৮′৪৭″ উত্তর ৯৫°২০′০২″ পূর্ব
উচ্চতা১২৪ মিটার (৪০৭ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতউত্তরপূর্ব সীমান্ত রেল
লাইনলামডিং-ডিব্রুগড় সেকশন
প্ল্যাটফর্ম
রেলপথ১২
নির্মাণ
পার্কিংআছে
সাইকেলের সুবিধাআছে
অন্য তথ্য
স্টেশন কোডNTSK
অঞ্চল উত্তরপূর্ব সীমান্ত রেল
বিভাগ তিনসুকিয়া রেলওয়ে বিভাগ
অবস্থান
নিউ তিনসুকিয়া রেলওয়ে স্টেশন
আসামের মানচিত্র##ভারতের মানচিত্র
নিউ তিনসুকিয়া রেলওয়ে স্টেশন
আসামের মানচিত্র##ভারতের মানচিত্র

ইতিহাস

ডিব্রুগড় স্টিমার ঘাট থেকে মাকুম পর্যন্ত প্রশস্ত মিটারগেজ লাইন ১৮৮৩ সালের ১৬ জুলাই যাত্রী চলাচলের জন্য খুলে দেওয়া হয়। [1]

চট্টগ্রাম থেকে লুমডিং পর্যন্ত আসাম বেঙ্গল রেলওয়ে দ্বারা পূর্বে স্থাপিত মিটারগেজ রেলপথটি ১৯০৩ সালে ডিব্রু-সাদিয়া লাইনে তিনসুকিয়া পর্যন্ত প্রসারিত হয়। [1] [2]

লুমডিং-ডিব্রুগড় সেকশনকে মিটারগেজ থেকে  ফুট  ইঞ্চি (১,৬৭৬ মিলিমিটার) -এ রূপান্তরের প্রকল্প ফুট  ইঞ্চি (১,৬৭৬ মিলিমিটার) )  ফুট  ইঞ্চি (১,৬৭৬ মিলিমিটার) ব্রডগেজ ১৯৯৭ সালের শেষের দিকে সম্পন্ন হয়। [3]

সুযোগ-সুবিধা

নতুন তিনসুকিয়া রেলওয়ে স্টেশনে দুটি ডাবল-বেড এসি রিটায়ারিং রুম আছে, ২টি ডাবল বেডড, একটি সিঙ্গেল বেড নন এসি রিটায়ারিং রুম এবং একটি ৭ শয্যার ডরমিটরি। নতুন তিনসুকিয়া জংশনকে একটি বিশ্বমানের স্টেশন হিসাবেও গড়ে তোলা হবে [4] যাতে ভাল যাত্রী সুবিধা যেমন বিনামূল্যের ওয়াইফাই, এসকেলেটর, ফুড কোর্ট, উন্নত ওয়েটিং রুম, স্টেইনলেস স্টিল চেয়ার ইত্যাদি অন্তর্ভুক্ত আছে।

তথ্যসূত্র

  1. Urban History of India: A Case-Study by Deepali Barua, pages 79-80, আইএসবিএন ৮১-৭০৯৯-৫৩৮-৮, Mittal Publications, A-110 Mohan Garden, New Delhi – 110059
  2. "History of Tinsukia Division"। NF Railway। ১০ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৩
  3. "Lumding Dibrugarh GC Project"। Process Register। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৩
  4. "Retiring rooms in North East Frontier Railway"। Indian Railways। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৩"Retiring rooms in North East Frontier Railway". Indian Railways. Retrieved 14 May 2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.