নজদ অভিযান
নজদ অভিযান হল উসমানীয় সাম্রাজ্যের পক্ষ থেকে মিশর কর্তৃক পরিচালিত ধারাবাহিক সামরিক অভিযান। এটি ১৮১১ সাল থেকে ১৮১৮ সাল পর্যন্ত স্থায়ী উসমানীয়-সৌদি যুদ্ধের অংশ। ১৮১৭-১৮ সময়ের এই অভিযানে ইবরাহিম পাশা নেতৃত্ব দেন। সুলতান দ্বিতীয় মাহমুদের আদেশে দিরিয়া জয় ও প্রথম সৌদি রাষ্ট্রের পতন ঘটানো তাদের লক্ষ্য ছিল।
নজদে মিশরীয় অভিযান ১৮১৭-১৮১৮ | |||||||
---|---|---|---|---|---|---|---|
মূল যুদ্ধ: উসমানীয়-সৌদি যুদ্ধ | |||||||
নজদ | |||||||
| |||||||
বিবাদমান পক্ষ | |||||||
উসমানীয় সাম্রাজ্য | প্রথম সৌদি রাষ্ট্র | ||||||
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী | |||||||
ইবরাহিম পাশা | আবদুল্লাহ বিন সৌদ | ||||||
শক্তি | |||||||
৩০,০০০ | ৬,০০০ | ||||||
হতাহত ও ক্ষয়ক্ষতি | |||||||
৮০০ নিহত |
৫,০০০ সামরিক ও ১২,০০০ বেসামরিক ব্যক্তি নিহত কয়েকটি গ্রাম ধ্বংস |
হানাকিয়াহ থেকে প্রায় ৩০,০০০ সৈনিক মদিনার পশ্চিমে অগ্রসর হয়। ১৮১৭ সালের নভেম্বরে তারা মাওয়িয়া গ্রাম দখল করে। এরপর আল রাস, আল খাবরা, উনাইজা ও বুরাইদা ডিসেম্বরে দখল করা হয়। ১৮১৮ সালের এপ্রিলে তারা দিরিয়া পৌছায়। কয়েকমাস অবরোধ করার পর ৯ সেপ্টেম্বর আবদুল্লাহ বিন সৌদ সমর্পণ করেন।
আরও দেখুন
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.