নচিকেতা ঘোষ

নচিকেতা ঘোষ ভারতের সবচেয়ে প্রশংসিত সঙ্গীত পরিচালক এবং সুরকার। তিনি মূলত বাংলা, হিন্দিওড়িয়া ভাষায় গীত রচনা করেন। তিনি চলচ্চিত্রের গানসহ বাংলা আধুনিক গানকে এক নতুন মাত্রায় নিয়ে গেছেন। তিনি একজন চমৎকার গায়ক ছিলেন এবং গ্রামোফোনে একক কণ্ঠে তার গান বের হয়েছিল।

নচিকেতা ঘোষ
নচিকেতা ঘোষ
নচিকেতা ঘোষ
জন্ম১৯২৫
মৃত্যু১২ অক্টোবর ১৯৭৬
জাতীয়তাভারতীয়
পেশাসঙ্গীত পরিচালক এবং সুরকার

প্রথম জীবন

তার পিতা ডঃ সনত কুমার ঘোষ ছিলেন কলকাতার বিশিষ্ট চিকিৎসক। সনত বাবু একজন স্বর্ণপদকপ্রাপ্ত ডাক্তার এবং পশ্চিমবঙ্গের বিখ্যাত মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের চিকিৎসক হিসেবেও কাজ করেছেন। পিতা চাইতেন তার বড় ছেলে নচিকেতা ঘোষ ডাক্তারি পড়াশোনা করুক। নচিকেতা ঘোষ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাধাগোবিন্দ কর মেডিক্যাল কলেজ (আর জি কর কলেজ) থেকে এমবিবিএস ডিগ্রী লাভ করেন। কিন্তু চিকিৎসাকে তিনি পেশা হিসাবে নিতে আগ্রহী ছিলেন না।

প্রত্যেক রবিবার, বিশিষ্ট সঙ্গিতজ্ঞ কৃষ্ণ চন্দ্র দে, সুবল দাসগুপ্ত, কমল দাশগুপ্ত, কানা সাতকারি ডঃ সনত কুমারের শ্যামবাজার বাড়িতে মিলিত হতেন এবং সেটা অল্পবয়েসে নচিকেতা ঘোষের ওপর প্রভাব ফেলে। বাংলার তৎকালীন সংগীত প্রতিভাদের কাছ থেকে দেখার সুযোগ ছিল তার। তিনি খুব ছোট বেলা থেকেই তাদের সঙ্গে তবলা বাজাতেন। ধীরে ধীরে তবলা(এবং সঙ্গীত) নচিকেতার প্রথম প্রেমে পরিনত হয়।

মাত্র ২৪ বছরে বয়সে নচিকেতা প্রতিশ্রুতিশীল সঙ্গীত পরিচালক হিসেবে আবির্ভূত হন এবং বাংলা সঙ্গীত জগতে নতুন প্রবাহ সংযোজন করেন। সঙ্গীত রচনাশৈলীতে তার কৃতিত্ব অনন্য।

ব্যক্তিগত জীবন

নচিকেতা ঘোষ শ্রীমতী শিবানী দত্তকে বিয়ে করেন। তাদের শ্রাবণী ও সম্পুর্না নামে দুইটি মেয়ে এবং সুপর্ণ কান্তি নামে এক ছেলে আছে। সুপর্ণ কান্তি ঘোষ অত্যন্ত সুপরিচিত সঙ্গীত স্রষ্টা এবং গত তিন দশক ধরে তার পিতার পদাঙ্ক অনুসরণ করে যাচ্ছেন।

চলচ্চিত্রের তালিকা

চলচ্চিত্রবছর
বৌদির বোন১৯৫৩
জয়দেব১৯৫৪
অর্ধাঙ্গিনী১৯৫৫
ভালোবাসা১৯৫৫
নিষিদ্ধ ফল১৯৫৫
পথের শেষে১৯৫৫
ঝড়ের পরে১৯৫৫
অসমাপ্ত১৯৫৬
ত্রিযামা1956
নবজন্ম১৯৫৬
তাপসী১৯৫৭
পৃথিবী আমারে চায়১৯৫৭
নতুন প্রভাত১৯৫৭
রাস্তার ছেলে১৯৫৭
হরিষচন্দ্র১৯৫৭
ইন্দ্রানী১৯৫৮
ভানু পেল লটারি১৯৫৮
বন্ধু১৯৫৮
রাজধানী থেকে১৯৫৮
চাওয়া পাওয়া১৯৫৯
কিছুক্ষন১৯৫৯
নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে১৯৫৯
স্বপ্ন পুরী১৯৫৯
ক্ষুধা১৯৬০
আকাশ পাতাল১৯৬০
বিয়ের খাতা১৯৬০
হাত বাড়ালেই বন্ধু১৯৬০
চুপি চুপি আসে১৯৬০
কানামাছি১৯৬১
কাঁটাতার১৯৬৪
ছোট্ট জিজ্ঞাসা১৯৬৮
রক্ত রেখা১৯৬৮
চিরদিনের১৯৬৯
নিশি পদ্ম১৯৭০
বিলম্বিতলয়১৯৭০
ফরিয়াদ১৯৭১
ছিন্নপত্র১৯৭১
ধন্যি মেয়ে১৯৭১
নতুন দিনের আলো১৯৭২
স্ত্রী১৯৭২
অগ্নিভ্রমর১৯৭৩
শাবারি১৯৭৩
বন পলাশির পদাবলি১৯৭৩
ননীগোপালের বিয়ে১৯৭৩
নকল সোনা১৯৭৩
শ্রাবন সন্ধ্যা১৯৭৩
মৌচাক১৯৭৪
অসতি১৯৭৪
সুজাতা১৯৭৪
আলোর ঠিকানা১৯৭৪
ছুটির ফান্দে১৯৭৪
প্রিয় বান্ধবী১৯৭৫
কাজললতা১৯৭৫
স্বয়ংসিদ্ধা১৯৭৫
নগর দর্পণ১৯৭৫
সন্যাসী রাজা১৯৭৫
হোটেল স্নো ফক্স১৯৭৬
অসাধারন১৯৭৬
মোমবাতি১৯৭৬
আনন্দ মেলা১৯৭৬
সেই চোখ১৯৭৬
ব্রজবুলি১৯৭৯
অভিষেক১৯৮৪

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.