শহর পঞ্চায়েত
একটি শহর পঞ্চায়েত(Town Panchayat) বা পঞ্চায়েত শহর হলো একটি শহর যাতে আন্দাজমতো ২০,০০০ থেকে ২৫,০০০ বাসিন্দারা বাস করে। এটি পঞ্চায়েত রাজ প্রশাসনিক ব্যবস্থার আয়ত্তাধীনে গঠিত।[1] আদমশুমারির তথ্য অনুযায়ী,সংক্ষিপ্ত রুপ টি.পি "শহর পঞ্চায়েত" ব্যবহারে ইঙ্গিত করা হয়।[2] তামিল নাড়ুই ছিল প্রথম রাজ্য যা জনপদ গ্রাম এবং শহুরে স্থানীয় সংস্থার মাঝে অন্তর্বর্তী পদক্ষেপগুলিকে পঞ্চায়েত শহর হিসেবে উপস্থাপন করে।[3]
ভারত প্রবেশদ্বার
|
ব্যবস্থাপনা
শহর পঞ্চায়েতের জন্য প্রতিটি ভারতীয় রাজ্যের নিজস্ব পরিচালনা বিধি রয়েছে।
- কর্ণাটক:[1]
- কেরালা: স্থানীয় নিজস্ব পরিচালনা দপ্তর। [4]
- তামিল নাড়ু: শহর পঞ্চায়েত পরিচালক [5]
- মহারাষ্ট্র
তথ্যসূত্র
- "About Us: Urbanization in Karnataka, ULB Organization Chart, DMA Organization Chart"। Directorate of Municipal Administration, Government of Karnataka। ২ ফেব্রুয়ারি ২০১৩। ১১ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৮।
- "Census Data 2001 / Metadata: 24. Abbreviations Used"। Registrar General & Census Commissioner, India। ১৭ জুন ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "About Us: Town Panchayats Administration: Introduction"। Directorate of Town Panchayats, Government of Tamil Nadu। ২২ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "Local Self Government Department"। Local Self Government Department, Government of Kerala। ৭ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৮।
- "Directorate of Town Panchayats"। Directorate of Town Panchayats, Government of Tamil Nadu।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.