নওশহরো ফিরোজি জেলা

নওশহরো ফিরোজি জেলা (সিন্ধি: نوشهرو فیروز) পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত একটি জেলা। এটির রাজধানী শহরের নাম হচ্ছে নওশহরো ফিরোজ নামক শহর। প্রশাসনিকভাবে ৫টি তহসিল এবং ৫১ টি ইউনিয়ন পরিষদে বিভক্ত, পাকিস্তানের ১৯৯৮ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ১,০৮৭,৫৭১ জন এর মত, ২০১১ সালের আদমশুমারীর প্রাথমিক হিসাবে তা বেড়ে ১,৬২১,৭৮০ জন এর দাড়ায়।[2] ১৯৮৯ সাল থেকে নওশহরো ফিরোজী একটি জেলা হিসেবে পরিচালিত হয়ে আসছে।[3]

নওশহরো ফিরোজি জেলা
Naushahro Feroz District

ضلعو نوشهرو فیروز
জেলা
Map of Sindh with Naushahro Feroze District (نوشهرو فیروز) highlighted
দেশপাকিস্তান
প্রদেশসিন্ধু প্রদেশ
রাজধানীনওশহরো ফিরোজি
আয়তন
  মোট২,৯৪৫ বর্গকিমি (১,১৩৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১৭)[1]
  মোট১৬,১২,৩৭৩
  জনঘনত্ব৫৫০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল)
সময় অঞ্চলপিএসটি (ইউটিসি+৫)

জনসংখ্যার উপাত্ত

জনসংখ্যার অধিকাংশই মুসলমান, প্রায় ৯৮.৪৫%, যেখানে হিন্দু ছিল ১.৩% (যেখানে জেলাটির শহুরে জনসংখ্যার ২.১৯% গঠন করে)।[4] সিন্ধি প্রথম প্রধান ভাষা বা মাতৃভাষা হিসেবে ৮৮% মানুষ ব্যবহার করে, এছাড়াও ৫.৭% উর্দু এবং ৪.৪% পাঞ্জাবী ব্যবহৃত করে।[5]

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (পিডিএফ)। www.pbscensus.gov.pk। ২০১৭-০৮-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
  2. "Sindh population surges by 81.5 pc, households by 83.9 pc"। Thenews.com.pk। ২ এপ্রিল ২০১২। ১৭ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-২১
  3. PCO 2000, পৃ. 8।
  4. PCO 2000, পৃ. 22।
  5. PCO 2000, পৃ. 24।

গ্রন্থপঞ্জি

  • 1998 District census report of Naushahro Firoze। Census publication। 92। Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan। ২০০০।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.