ধূমকেতু এক্সপ্রেস
ধুমকেতু এক্সপ্রেস (ট্রেন নং ৭৬৯/৭৭০) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত আন্তঃনগর ট্রেনসমূহের মাঝে অন্যতম একটি ট্রেন। ট্রেনটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের অন্যতম মহানগরী রাজশাহী মাঝে যাতায়ত করে। এটি একটি বিলাসবহুল আন্তঃনগর ট্রেন।
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | আন্তঃনগর ট্রেন |
অবস্থা | চলমান |
স্থান | বাংলাদেশ |
প্রথম পরিষেবা | ০৪ অক্টোবর ২০০৭ |
ওয়েবসাইট | http://www.railway.gov.bd/ |
যাত্রাপথ | |
বিরতি | ১২ |
যাত্রার গড় সময় | ৬ ঘণ্টা ২৫ মিনিট |
পরিষেবার হার | সপ্তাহে ৬ দিন |
রেল নং | ৭৬৯/৭৭০ |
যাত্রাপথের সেবা | |
খাদ্য সুবিধা | আছে |
কারিগরি | |
গাড়িসম্ভার |
|
সময়সূচি
বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ সময়সূচী যাচাই করার জন্য অনুরোধ করা হলো। নিম্নোক্ত সময়সূচীটি বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচী অনুযায়ী, যা ২০২০ সালের ১০ই জানুয়ারি হতে কার্যকর।[1][2]
ট্রেন
নং |
উৎস | প্রস্থান | গন্তব্য | প্রবেশ | সাপ্তাহিক
ছুটি |
---|---|---|---|---|---|
৭৬৯ | কমলাপুর | ০৬:০০ | রাজশাহী | ১১:৪০ | বৃহষ্পতিবার |
৭৭০ | রাজশাহী | ২৩:২০ | কমলাপুর | ০৪:৪৫ | বুধবার |
যাত্রাবিরতি
(অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২০ সাল অব্দি কার্যকর।)
- ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- জয়দেবপুর জংশন
- টাঙ্গাইল (শুধু ৭৬৯-এর জন্য)
- বঙ্গবন্ধু সেতু পূর্ব জংশন
- শহীদ এম মনসুর আলী
- জামতৈল জংশন (শুধু ৭৬৯-এর জন্য)
- উল্লাপাড়া (শুধু ৭৬৯-এর জন্য)
- বড়ালব্রীজ
- চাটমোহর
- ঈশ্বরদী বাইপাস (শুধু ৭৬৯-এর জন্য)
- আব্দুলপুর জংশন
- আড়ানী
তথ্যসূত্র
- "ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ছুটির দিন, টিকেট ও ভাড়ার তালিকা"। Bangladesh Railway (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৬।
- "বন্ধই থাকছে সিল্কসিটি ও ধূমকেতু"। banglanews24.com। ২০২১-০৫-২৩। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৬।
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে ধূমকেতু এক্সপ্রেস সংক্রান্ত মিডিয়া রয়েছে।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.