ধুলিহর ইউনিয়ন
ধুলিহর ইউনিয়ন খুলনা বিভাগের অন্তর্গত সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদরের একটি ইউনিয়ন।[2] ধুলিহর ইউনিয়ন এর মাঝ দিয়ে বেত্রাবতী নদী প্রবাহিত হয়েছে।
ধুলিহর | |
---|---|
ইউনিয়ন | |
০৮ নং ধুলিহর ইউনিয়ন পরিষদ | |
ধুলিহর ধুলিহর | |
স্থানাঙ্ক: ২২°২৫′৪৮″ উত্তর ৮৯°২′৫৮″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | সাতক্ষীরা জেলা |
উপজেলা | সাতক্ষীরা সদর উপজেলা |
সরকার | |
• ইউপি চেয়ারম্যান | মোঃ মিজানুর রহমান |
আয়তন | |
• মোট | ৩৭.৮১ বর্গকিমি (১৪.৬০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ২১,০১৮ [1] |
সাক্ষরতার হার | |
• মোট | ৪১.৪৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
আয়তন
ধুলিহর ইউনিয়নের আয়তন ৯৩৪৫ একর[1] (৩৭.৮১ বর্গ কিলোমিটার)
জনসংখ্যা
২০০১ সালের পরিসংখ্যান অনুযায়ী ধুলিহর ইউনিয়নের লোকসংখ্যা ২১,০১৮ জন। এর মধ্যে পুরুষ ১০,৯৯৪ জন এবং মহিলা ১০,০২৪ জন।[1]
প্রশাসনিক কাঠামো
ধুলিহর ইউনিয়ন সাতক্ষীরা সদর উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। ইউনিয়নে তিনটি হাট-বাজার রয়েছেঃ গোবিন্দপুর বাজার, খড়িয়াডাঙ্গা বাজার এবং ভালুকা চাঁদপুর বাজার।[3]
শিক্ষা ব্যবস্থা
ধুলিহর ইউনিয়নের সাক্ষরতার হার ৪১.৪৩%। এ ইউনিয়নে ১টি কলেজ, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা ও ১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
ধর্মীয় অবকাঠামো
ধুলিহর ইউনিয়নে ১৩ টি মসজিদ, ০৫টি মন্দির, ২টি ঈদগাহ রয়েছে।[4]
তথ্যসূত্র
- "সাতক্ষীরা সদর উপজেলা - বাংলাপিডিয়া"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-১২।
- "বাঁশদহা ইউনিয়নের ইতিহাস | বাঁশদহ ইউনিয়ন | বাঁশদহ ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-১২।
- "হাট বাজারের তালিকা"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-১৯।
- "ধর্মীয়প্রতিষ্ঠান ধুলিহর ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-১৯।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.