ধুম ২
ধুম ২ ([ˈd̪ʱuːm], ইংরেজি: Dhoom 2, এছাড়াও সংক্ষিপ্ত হিসাবে পরিচিত ডি:২, ডি২ এবং ধুম ২: ব্যাক ইন এ্যকশন) যশ রাজ ফিল্মসের ব্যানারে সঞ্জয় গাধবি কর্তৃক পরিচালিত, আদিত্য চোপড়া এবং যশ চোপড়া প্রযোজিত ২০০৬ সালের বলিউড অ্যাকশন চলচ্চিত্র।
ধুম ২ | |
---|---|
![]() ধুম ২ চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | সঞ্জয় গাধবি |
প্রযোজক | আদিত্য চোপড়া |
চিত্রনাট্যকার | বিজয় কৃষ্ণ আচার্য |
কাহিনিকার | আদিত্য চোপড়া |
শ্রেষ্ঠাংশে | ঋত্বিক রোশন অভিষেক বচ্চন ঐশ্বরিয়া রাই উদয় চোপড়া বিপাশা বসু |
সুরকার | গান: প্রীতম চক্রবর্তী পৃষ্ঠভূমি স্কোর: সেলিম-সুলায়মান |
চিত্রগ্রাহক | নিরভ শাহ বিকাশ শ্রীভারামান |
সম্পাদক | রামেশ্বর এস. ভগত |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | যশ রাজ ফিল্মস |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১৫২ মিনিট[1] |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹৩৫০ মিলিয়ন (US$ ৪.২৮ মিলিয়ন)[2] |
আয় | ₹ ১.৫ বিলিয়ন (US$ ১৮.৩৩ মিলিয়ন)[3] |
অভিনয়ে
- ঋত্বিক রোশন - আরিয়ান
- অভিষেক বচ্চন - জয় দিক্ষীত
- ঐশ্বরিয়া রাই - সুনহেরী
- বিপাশা বসু - সোনালী বোস / মোনালী বোস
- উদয় চোপড়া - আলী আকবর
- রিমি সেন - সুইটি দিক্ষীত
ধারাবাহিক
তথ্যসূত্র
- "Dhoom:2"। British Board of Film Classification। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৪।
- Sheikh, Aminah (২৪ নভেম্বর ২০০৬)। "Dhoom 2 set to make big splash"। Rediff.com। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০০৯।
- "Top Worldwide Grossers ALL TIME: 37 Films Hit 100 Crore"। Box Office India। ২০১২। ৩০ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১২।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.