ধানসিঁড়ি ইউনিয়ন
ধানসিঁড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত কবিরহাট উপজেলার একটি ইউনিয়ন।
ধানসিঁড়ি | |
---|---|
ইউনিয়ন | |
৩নং ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ | |
ধানসিঁড়ি ধানসিঁড়ি | |
স্থানাঙ্ক: ২২°৪৭′২৮″ উত্তর ৯১°১০′২৭″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | কবিরহাট উপজেলা |
আয়তন | |
• মোট | ৪০.২৬ বর্গকিমি (১৫.৫৪ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩৬,১৪০ |
• জনঘনত্ব | ৯০০/বর্গকিমি (২,৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ২৫.৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮০৭ |
ওয়েবসাইট | http://dhanshiriup.noakhali.gov.bd/ |
আয়তন
ধানসিঁড়ি ইউনিয়নের আয়তন ৪০.২৬ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
২০১১ সালের আদমশুমারি অনুয়ায়ী ধানসিঁড়ি ইউনিয়নের জনসংখ্যা ৩৬,১৪০ জন।
অবস্থান ও সীমানা
কবিরহাট উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে ধানসিঁড়ি ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে সুন্দলপুর ইউনিয়ন, পূর্বে ঘোষবাগ ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়ন এবং পশ্চিমে নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
ধানসিঁড়ি ইউনিয়ন কবিরহাট উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কবিরহাট থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭২নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- দক্ষিণ জগদানন্দ
- চিরিংগা
- উত্তর জগদানন্দ
- নবগ্রাম
- নলুয়া
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধানসিঁড়ি ইউনিয়নের স্বাক্ষরতার হার ২৫.৮%।[1] এ ইউনিয়নে ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
প্রাথমিক বিদ্যালয়[2]
- নবগ্রাম রহমানিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- নলুয়া রেহান আলী চৌধুরীহাট রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ জগদানন্দ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- নলুয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- জগদানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চিরিংগা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- জগদানন্দ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব নবগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাওলানা আব্দুর রশিদ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর জগদানন্দ নুরমিয়া বেপারীর হাট রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- ২নং জগদানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নলুয়া ভূঁঞারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
কবিরহাট উপজেলা থেকে সিএনজি যোগে কালামুন্সী হয়ে কোম্পানীর হাট থেকে মুকবুল চৌধুরীর হাট বাজার আসতে হবে। মুকবুল চৌধুরীর হাট বাজারের পরেই ধানসিঁড়ি ইউপি অফিস দেখা যাবে।
খাল ও নদী
খাল ও নদীর তালিকা[3]
- পেটকাটা খাল
- চিটাইঙ্গা হাড়ি খাল
- নবগ্রাম সুইচ খাল
- নবগ্রাম ঈ খাল
- বাদাম তলী খাল
- ছাগল মরা খাল
- গাজীর খেওয়া শাখা খাল
- মধ্য নলুয়া খাল
- বানু বিবি ছড়ি খাল
- পূর্ব নলুয়া বদু মিয়ার বাড়ী সংলগ্ন ছড়ি খাল
- বিস্কুট ব্যাপারী মতিনের বাড়ী সংলগ্ন ছড়ি খাল
- চিরিংগা ছড়ি খাল
- উত্তর নলুয়া ছড়ি খাল
- পশ্চিম নলুয়া খাল
- আলী আজ্জম সওদাগর খাল
- দক্ষিণ জগদানন্দ হারিছ মিয়া ছড়ি খাল
হাট-বাজার
হাট-বাজারের তালিকা[4]
- নলুয়া ভুঁইয়ার হাট
- জনতা বাজার
- রেহান আলী চৌধুরী হাট
- বুদ্ধি নগর বাজার
- শান্তি নগর বাজার
- শাহজাহান বাজার
- অলি মাঝির খেয়াঘাট বাজার
- নাজিম বাজার
- নবগ্রাম বাজার
- নিমতলা বাজার
- আমিন বাজার
- মাহে আলম ব্যাপারী বাজার
- চিরিংগা বাজার
- মিয়াধন চৌকিদার বাজার
- আজু পন্ডিত বাজার
- ভিডিপি বাজার
- নুর মিয়া ব্যাপারী হাট
- কাশেম মৌলভী বাজার
- জেলে পুকুর পাড় বাজার
- মতিনের বাজার (বাদাম তলী)
- বাটা চরার বাজার
আরও দেখুন
তথ্যসূত্র
- "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- "প্রাথমিক বিদ্যালয়সমূহ, ধানসিঁড়ি ইউনিয়ন"। dpe.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- "খাল ও নদী, ধানসিঁড়ি ইউনিয়ন"। dhanshiriup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- "হাট-বাজারের তালিকা, ধানসিঁড়ি ইউনিয়ন"। dhanshiriup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।