ধলিয়া ইউনিয়ন
ধলিয়া বাংলাদেশের ফেনী জেলার অন্তর্গত ফেনী সদর উপজেলার একটি ইউনিয়ন।
ধলিয়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() ধলিয়া ![]() ![]() ধলিয়া | |
স্থানাঙ্ক: ২২°৫৫′৫৫″ উত্তর ৯১°২৪′২১″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ফেনী জেলা |
উপজেলা | ফেনী সদর উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৯০০ |
অবস্থান ও সীমানা
ফেনী সদর উপজেলার দক্ষিণাংশে ধলিয়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তর-পূর্বে লেমুয়া ইউনিয়ন ও কালিদহ ইউনিয়ন, উত্তর-পশ্চিমে বালিগাঁও ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়ন ও বগাদানা ইউনিয়ন, দক্ষিণে সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়ন ও আমিরাবাদ ইউনিয়ন এবং দক্ষিণ-পূর্বে সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
ধলিয়া ইউনিয়ন ফেনী সদর উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ফেনী সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৬নং নির্বাচনী এলাকা ফেনী-২ এর অংশ।
শিক্ষা প্রতিষ্ঠান
- ধলিয়া উচ্চ বিদ্যালয়
- বাগেরহাট উচ্চ বিদ্যালয়
- মমতাজ মিয়ার হাট উচ্চ বিদ্যালয়
- বালুয়া চৌমুহনী নিম্ম-মাধ্যমিক বিদ্যালয়
- দৌলতপুর ছালামতিয়া আলীম মাদ্রাসা
- ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- অলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- প্রগতি বালিকা বিদ্যানিকেতন
- মমতাজমিয়ার হাট মেহেরুননেছা মাদ্রাসা
- আল হেরা একাডেমী
যোগাযোগ ব্যবস্থা
ফেনী ও সোনাগাজী এর মাঝখানে ধলিয়া ইউনিয়নের অবস্থান। ঢাকা-চট্রগ্রাম মহাসড়ের লালপুল হতে সোনাগাজী বাই রোড়ে ০৭ কিঃ মিঃ দক্ষিণে এর অবস্থান। বাস ও সি.এন.জি যোগে যাতায়াত করা যায়।
খাল ও নদী
গজারীয়া খাল
হাট-বাজার
- ধলিয়া বাজার
- মমতাজ মিয়ার হাট
- বালুয়া চৌমুহনী বাজার
- সোমবারিয়া বাজার
- মহোদিয়া বাজার
জনপ্রতিনিধি
ইউপি চেয়ারম্যান : আনোয়ার আহমেদ মুন্সি (বাংলাদেশ আওয়ামীলীগ)