ধৌলাগিরি অঞ্চল

ধলাগিরি (বা ধবলগিরি) হচ্ছে নেপালের ১৪টি অঞ্চলের একটি। এটি নেপালের পশ্চিম বিকাশ অঞ্চলে অবস্থিত। বাগলুঙ এ অঞ্চলের সদরদপ্তর। বিখ্যাত পর্বত আরোহণ অঞ্চল মুসতাং, মুক্তিনাথ, কালি গণ্ডকী এবং ধবলগিরি এ অঞ্চলে অবস্থিত।

ধলাগিরি অঞ্চল
धौलागिरी अञ्चल
অঞ্চল
Country   নেপাল
Regionপশ্চিমাঞ্চল
CapitalBaglung
আয়তন
  মোট৮,১৪৮ বর্গকিমি (৩,১৪৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১)
  মোট৫,৫৬,১৯১
  জনঘনত্ব৬৮/বর্গকিমি (১৮০/বর্গমাইল)
সময় অঞ্চলNepal Time (ইউটিসি+5:45)

এ অঞ্চলে জেলার সংখ্যা চারটি। সেগুলো হলোঃ

তথ্যসূত্র

    আরো দেখুন

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.