ধলাইয়ের যুদ্ধ
ধলই যুদ্ধ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারত-পাকিস্তান যুদ্ধ শুরুর আগে পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘটিত যুদ্ধ।[1] ২৮ অক্টোবর পূর্ব পাকিস্তানের পাকিস্তান সীমান্ত ফাঁড়িতে ভারতীয় সেনাবাহিনীর আক্রমণের পর যুদ্ধ শুরু হয় এবং ১৯৭১ সালের ৩ নভেম্বর পর্যন্ত চলে। ৬১ মাউন্টেন ব্রিগেডের তিনটি পদাতিক ব্যাটালিয়ন, ইস্ট বেঙ্গল রাইফেলস (ইবিআর) এর একটি ব্যাটালিয়ন এবং ভারতীয় সেনাবাহিনীর একটি আর্টিলারি আকারের ব্রিগেড সমর্থিত ৭ রাজপুতনা রাইফেলস পাকিস্তান সেনাবাহিনীর ১২ ফ্রন্টিয়ার ফোর্সের একটি মাত্র ব্যাটালিয়নের বিরুদ্ধে লড়াই করেছিল। [2][3][4]
ধলই দখলের কাজটি প্রাথমিকভাবে মুক্তি বাহিনীকে দেওয়া হয়েছিল। তবে ধলইয়ে পাকিস্তানি অবস্থানের উপর মুক্তিবাহিনী আক্রমণ ব্যর্থ হয়েছিল। পরে ভারতীয় সেনাবাহিনী ধলাই দখলের দায়িত্ব নেয়। মেজর জাভেদের নেতৃত্বে পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাদের বিরুদ্ধে বীরত্বপূর্ণ লড়াই করেছিল। [3] ফ্রন্টিয়ার ফোর্সের কঠোর প্রতিরোধের ফলে বেশ কয়েকটি হতাহতের শিকার হওয়ার পরে, সাগত সিংয়ের নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী ধলইকে দখল করতে সক্ষম হয়। [2] ফলে এই এলাকায় পাকিস্তান সৈন্যরা সরে যায় এবং পাকিস্তান সেনাবাহিনীর মেজর জাভেদ যুদ্ধে নিহত হন। এই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ৭ জন রাজপুতনা রাইফেলসের ব্রিগেড কমান্ডার এবং এলটি কর্নেল দেবাসান, ব্রিগেডিয়ার এস ডি যাদবও মারাত্মকভাবে আহত হন।
আরো দেখুন
- বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়রেখা
- বাংলাদেশ মুক্তিযুদ্ধের সামরিক পরিকল্পনা
- মিত্রো বাহিনী যুদ্ধের আদেশ
- মুজিব বাহিনী
- পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধের আদেশ, একাত্তরের ডিসেম্বর
- পাকিস্তান ইস্টার্ন কমান্ড পরিকল্পনার বিবর্তন
- অপারেশন সার্চলাইট
- ভারত-পাকিস্তান যুদ্ধ ও সংঘাত
তথ্যসূত্র
- "Even before 1971 war started with Pakistan, India had won the battle"। The Print (India)। ২২ নভেম্বর ২০১৮। ২২ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৯।
Even before a full-scale war started between India and Pakistan on 3 December 1971, India had won the Bangladesh battle on the operational front
- "Even before 1971 war started with Pakistan, India had won the battle"। The Print (India)। ২২ নভেম্বর ২০১৮। ২২ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৯।
- Major General Ashok Kalyan Verma (১৫ মে ২০১৩)। Jungle Odyssey (A Soldiers Memoirs)। KW publisher Pvt Ltd.। আইএসবিএন 9789385714771। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
- "Notable battles in the 11 Sectors"। Dhaka Tribune। ১৭ ডিসেম্বর ২০১৩। ২৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৫।