ধর্মপুর ইউনিয়ন, ফটিকছড়ি

ধর্মপুর বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।

ধর্মপুর
ইউনিয়ন
১৮নং ধর্মপুর ইউনিয়ন পরিষদ
ধর্মপুর
ধর্মপুর
বাংলাদেশে ধর্মপুর ইউনিয়ন, ফটিকছড়ির অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৪′ উত্তর ৯১°৫১′ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাফটিকছড়ি উপজেলা 
সরকার
  চেয়ারম্যানকাজী মাহমুদুল হক
আয়তন
  মোট১৫.০৫ বর্গকিমি (৫.৮১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২৭,৩২৬
  জনঘনত্ব১,৮০০/বর্গকিমি (৪,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৬৪.৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৫১
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

ধর্মপুর ইউনিয়নের আয়তন ৩,৭১৯ একর (১৫.০৫ বর্গ কিলোমিটার)।[1]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধর্মপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ২৭,৩২৬ জন। এর মধ্যে পুরুষ ১৪,১৩৬ জন এবং মহিলা ১৩,১৯০ জন। মোট পরিবার ৫,০০৮টি।[1]

অবস্থান ও সীমানা

ফটিকছড়ি উপজেলার দক্ষিণ-পূর্বাংশে ধর্মপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে আব্দুল্লাহপুর ইউনিয়ন, পশ্চিমে বখতপুর ইউনিয়নজাফতনগর ইউনিয়ন, উত্তরে নানুপুর ইউনিয়ন এবং পূর্বে খিরাম ইউনিয়নরাউজান উপজেলার হলদিয়া ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

ধর্মপুর ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ১৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ফটিকছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি ২টি মৌজায় বিভক্ত:

  • ধর্মপুর
  • আঁধারমানিক

ধর্মপুর ইউনিয়নে ৯ টি ওয়ার্ড

  • ১নাম্বার ওয়ার্ড
  • ২নাম্বার ওয়ার্ড
  • ৩নাম্বার ওয়ার্ড
  • ৪নাম্বার ওয়ার্ড
  • ৫নাম্বার ওয়ার্ড
  • ৬নাম্বার ওয়ার্ড
  • ৭নাম্বার ওয়ার্ড
  • ৮নাম্বার ওয়ার্ড
  • ৯নাম্বার ওয়ার্ড‌

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধর্মপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৬৪.৭%।[1] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[2]

শিক্ষা প্রতিষ্ঠান

মাধ্যমিক বিদ্যালয়[3]
মাদ্রাসা[4]
  • দক্ষিণ ধর্মপুর রহমানিয়া মুহাম্মদিয়া দাখিল মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
  • এ সামাদ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ ধর্মপুর ইসহাক সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধর্মপুর আবেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধর্মপুর আলিমুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধর্মপুর ক্যায়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধর্মপুর চুন্নু মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধর্মপুর মানদামরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধর্মপুর মোশারফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধর্মপুর সৈয়দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
কিন্ডারগার্টেন[5]
  • এফ আর আইডিয়াল কিন্ডারগার্টেন

যোগাযোগ ব্যবস্থা

ধর্মপুর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক ফটিকছড়ি-গহিরা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয়

ধর্মপুর ইউনিয়নে ৩২টি মসজিদ[6], ৩টি মন্দির ও ২টি প্যাগোডা/বৌদ্ধ বিহার[7] রয়েছে।

খাল ও নদী

ধর্মপুর ইউনিয়নের পূর্ব পার্শ্বস্থ কমিটির হাট বাজারের পাশ দিয়ে বয়ে চলেছে সর্ত্তার খাল।[8]

হাট-বাজার

ধর্মপুর ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল আজাদী বাজার এবং রমজু মুন্সি হাট।[9]

দর্শনীয় স্থান

ধর্মপুর ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[10]

  • ঐতিহ্যবাহী আজাদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ
  • শাহসুফি আবদুল জব্বার জামে মসজিদ; আজাদী বাজারের পশ্চিম পাশে অবস্থিত।
  • মুরালী মসজিদ
  • ধর্মপুর বড় ঈদগাহ, ২০০ বছরের বটগাছ।
  • আধাঁরমানিক,সর্তারখালের পাড়( অত্তারখালের পাড়)

উল্লেখযোগ্য ব্যক্তি

ধর্মপুর ইউনিয়নের উল্লেখযোগ্য ব্যক্তিগণের মধ্যে রয়েছেন:[11]

  • আবুল কাসেম নূরী – ইসলামী ব্যক্তিত্ব ও যৌতুক বিরোধী আন্দোলনের প্রবক্তা।
  • ড. মুহাম্মদ শামসুল আলম – লেখক ও অধ্যাপক।
  • ডাঃ মোহাম্মদ জাহেদ – কিডনী ট্রান্সপারেন্ট, চট্টগ্রাম মেডিকেল কলেজ।
  • মনসুর মুসা – বাংলা একাডেমীর সাবেক মহা পরিচালক, লেখক গবেষক ও অধ্যাপক।
  • লায়ন শামসুদ্দীন – গভর্নর, লায়ন ক্লাব, চট্টগ্রাম।

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: কাজী মাহমুদুল হক
চেয়ারম্যানগণের তালিকা[12]
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ আব্দুর রশিদ
০২ শামসুল আলম চৌধুরী
০৩ মাহমুদুল হক চৌধুরী
০৪ মোহাম্মদ নুরুল ইসলাম (বি,এস,সি)
০৫ গোলাম রহমান
০৬ কাজী মাহমুদুল হক
০৭ মোহাম্মদ আবদুল কাইয়ুম ২০১৬-২০২১
০৮ কাজী মাহমুদুল হক ২০২১-বর্তমান

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০
  2. "এক নজরে ধর্মপুর ইউনিয়ন - ধর্মপুর ইউনিয়ন - ধর্মপুর ইউনিয়ন"dharmapurup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭
  3. "মাধ্যমিকবিদ্যালয় - ধর্মপুর ইউনিয়ন - ধর্মপুর ইউনিয়ন"dharmapurup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭
  4. "মাদ্রাসা - ধর্মপুর ইউনিয়ন - ধর্মপুর ইউনিয়ন"dharmapurup.chittagong.gov.bd
  5. "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - ধর্মপুর ইউনিয়ন - ধর্মপুর ইউনিয়ন"dharmapurup.chittagong.gov.bd
  6. "মসজিদ - ধর্মপুর ইউনিয়ন - ধর্মপুর ইউনিয়ন"dharmapurup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭
  7. "মন্দির - ধর্মপুর ইউনিয়ন - ধর্মপুর ইউনিয়ন"dharmapurup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭
  8. "খাল ও নদী - ধর্মপুর ইউনিয়ন - ধর্মপুর ইউনিয়ন"dharmapurup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭
  9. "হাট বাজারের তালিকা - ধর্মপুর ইউনিয়ন - ধর্মপুর ইউনিয়ন"dharmapurup.chittagong.gov.bd
  10. "দর্শনীয়স্থান - ধর্মপুর ইউনিয়ন - ধর্মপুর ইউনিয়ন"dharmapurup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭
  11. "প্রখ্যাত ব্যক্তিত্ব - ধর্মপুর ইউনিয়ন - ধর্মপুর ইউনিয়ন"dharmapurup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭
  12. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - ধর্মপুর ইউনিয়ন - ধর্মপুর ইউনিয়ন"dharmapurup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.