ধনুষা জেলা
ধনুষা জেলা, (নেপালি: धनुषा जिल्ला শুনুন , হচ্ছে নেপালের মধ্যমাঞ্চল বিকাস ক্ষেত্রের জনকপুর অঞ্চলের একটি জেলা।[2] এই জেলার আয়তন ১১৮০ বর্গকিমি। ২০১১ সালের আদমশুমারি অনুসারে এ জেলার লোকসংখ্যা ৭৫৪,৭৭৭ জন।[1] এই জেলা সাংস্কৃতিক কেন্দ্রের জন্য বিখ্যাত এবং নেপাল ও উৎসবের সময় ভারতের অনেক তীর্থযাত্রীর আকর্ষণের স্থান।
ধনুষা धनुषा | |
---|---|
জেলা | |
নেপালের মানচিত্রে ধনুষা জেলার অবস্থান | |
দেশ | নেপাল |
বিকাস ক্ষেত্র | মধ্যমাঞ্চল |
অঞ্চল | জনকপুর |
সদরদপ্তর | জনকপুর |
আয়তন | |
• মোট | ১১৮০ বর্গকিমি (৪৬০ বর্গমাইল) |
জনসংখ্যা (2011[1]) | |
• মোট | ৬,৫৪,৭৭৭ |
• জনঘনত্ব | ৫৫০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | এনপিটি (ইউটিসি+৫:৪৫) |
প্রধান ভাষা(গুলি) | মৈথিলী, নেপালি |
ওয়েবসাইট | ddcdhanusha |
তথ্যসূত্র
- "Household and population by districts, Central Bureau of Statistics (CBS) Nepal" (পিডিএফ)। ৩১ জুলাই ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৪।
- "Districts of Nepal"। Statoids।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.