দ্য বস বেবি
দ্য বস বেবি (ইংরেজি: The Boss Baby) ২০১৭ সালের একটি মার্কিন কম্পিউটার-অ্যানিমেটেড হাস্যরসাত্নক চলচ্চিত্র।[4] চলচ্চিত্রটি নির্মাণ করেছে ড্রিম ওয়ার্কস অ্যানিমেশন এবং বিতরণ করেছে বিংশ শতাব্দী ফক্স। মার্লা ফ্রেজি-র একই নামের ২০১০ সালের বইয়ের উপর ভিত্তি করে ছবিটি মাইকেল ম্যাককুলার্সের চিত্রনাট্য থেকে টম ম্যাকগ্রা পরিচালিত এবং মাইল বকশি, স্টিভ বুসেমি, শিরোনামের চরিত্র হিসাবে অ্যালেক বাল্ডউইনের কণ্ঠ, জিমি কিমেল, লিসা কুড্রো এবং টোবি মাগুয়ের।
দ্য বস বেবি | |
---|---|
পরিচালক | টম ম্যাকগ্রা |
প্রযোজক | রামসে আন নাইটো |
রচয়িতা | মাইকেল ম্যাককুলারস |
উৎস | মারলা ফ্রেজি কর্তৃক দ্য বস বেবি |
শ্রেষ্ঠাংশে |
|
বর্ণনাকারী | তবে মাগিরে |
সুরকার |
|
সম্পাদক | জেমস রায়ান |
প্রযোজনা কোম্পানি | ড্রিম ওয়ার্কস অ্যানিমেশন |
পরিবেশক | টুয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওজ |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ৯৭ মিনিট[1] |
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $১২৫ মিলিয়ন[2] |
আয় | $৫২৮ মিলিয়ন[3] |
কণ্ঠ
তথ্যসূত্র
- "The Boss Baby"। British Board of Film Classification। জুলাই ২৩, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ৯, ২০১৭।
- "The Boss Baby Tops Beauty and the Beast at Box Office for Second Week"। Screen Rant। এপ্রিল ৯, ২০১৭। সংগ্রহের তারিখ জানুয়ারি ৩১, ২০১৮।
- টেমপ্লেট:Cite BOM
- Molumby, Deirdre। "Movie review: The Boss Baby"। Entertainment.ie। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৯।
- "The Boss Baby"। Behind The Voice Actors (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৯।
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- ইন্টারনেট মুভি ডেটাবেজে দ্য বস বেবি (ইংরেজি)
- দ্য বস বেবি - বিগ কার্টুন ডেটাবেজ
- রটেন টম্যাটোসে দ্য বস বেবি (ইংরেজি)
- মেটাক্রিটিকে দ্য বস বেবি (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.