দ্য ফায়ারম্যান (১৯১৬-এর চলচ্চিত্র)
দ্য ফায়ারম্যান (ইংরেজি: The Fireman) হল চার্লি চ্যাপলিন পরিচালিত ১৯১৬ সালের মার্কিন হাস্যরসাত্মক নির্বাক চলচ্চিত্র। ছবিটি প্রযোজনা ও পরিবেশনা করে মিউচুয়াল ফিল্ম। ছবিতে ফায়ারম্যান ভূমিকায় অভিনয় করেন চ্যাপলিন, এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেন এডনা পারভায়েন্স, লয়েড বেকন ও এরিক ক্যাম্পবেল।[1]
দ্য ফায়ারম্যান | |
---|---|
পরিচালক | চার্লি চ্যাপলিন এডওয়ার্ড ব্রেওয়ার (প্রযুক্তিগত) |
প্রযোজক | হেনরি পি. কলফিল্ড |
চিত্রনাট্যকার |
|
শ্রেষ্ঠাংশে |
|
চিত্রগ্রাহক | উইলিয়াম সি. ফস্টার রোল্যান্ড টথেরোহ |
সম্পাদক | চার্লি চ্যাপলিন |
পরিবেশক | মিউচুয়াল ফিল্ম কর্পোরেশন |
মুক্তি | ১৬ জুন ১৯১৬ |
দৈর্ঘ্য | ৩২ মিনিট |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | নির্বাক ইংরেজি (আন্তঃভাষ্য) |
কুশীলব
- চার্লি চ্যাপলিন — ফায়ারম্যান
- এডনা পারভায়েন্স — তরুণী
- লয়েড বেকন — তরুণীর বাবা
- এরিক ক্যাম্পবেল — ফোরম্যান
- লিও হোয়াইট — বাড়ির মালিক
- আলবার্ট অস্টিন — ফায়ারম্যান
- ফ্রাঙ্ক জে. কোলম্যান — ফায়ারম্যান
- জেমন্স টি. কেলি — ফায়ারম্যান
- জন র্যান্ড — ফায়ারম্যান
সবাক সংস্করণ
১৯৩২ সালে ভ্যান বিউরেন স্টুডিওজের অ্যামেডি ভ্যান বিউরেন প্রতিটি ১০,০০০ মার্কিন ডলারের বিনিময়ে চ্যাপলিন পরিচালিত মিউচুয়াল ফিল্মের হাস্যরসাত্মক চলচ্চিত্রগুলো কিনে নেয়, এবং জিনি রোডমিচ ও উইনস্টন শার্পলস সেগুলোতে সুরারোপিত সঙ্গীত যোগ করেন, সাউন্ড ইফেক্টস যোগ করেন এবং আরকেও রেডিও পিকচার্সের মাধ্যমে তা পুনঃমুক্তি দেন।
আরও দেখুন
তথ্যসূত্র
- Simon Louvish (2009) Chaplin: The Tramp's Odyssey. London, Faber and Faber: 105
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে দ্য ফায়ারম্যান (১৯১৬-এর চলচ্চিত্র) সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- ERROR: missing "id" →ইন্টারনেট আর্কাইভে দ্য ফায়ারম্যান (১৯১৬-এর চলচ্চিত্র) নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিনামূল্যে ডাউনলোডের জন্য অবমুক্ত আছে [আরও]
- ইন্টারনেট মুভি ডেটাবেজে দ্য ফায়ারম্যান (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.