দ্য পিয়ানো
দ্য পিয়ানো জেন ক্যাম্পিয়ন রচিত ও পরিচালিত ১৯৯৩ সালের ঐতিহাসিক নাট্যধর্মী চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন হলি হান্টার, হার্ভি কাইটেল, স্যাম নেইল, ও অ্যানা প্যাকুইন। উনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের পটভূমিতে নির্মিত চলচ্চিত্রটি মনস্তাত্ত্বিকভাবে বধির স্কটিশ নারীকে নিয়ে আবর্তিত, যে তার বিয়ের পর তার কিশোরী কন্যাকে নিয়ে নিউজিল্যান্ডের এক দূরবর্তী স্থানে পাড়ি জমায়।
দ্য পিয়ানো | |
---|---|
The Piano | |
পরিচালক | জেন ক্যাম্পিয়ন |
প্রযোজক | জ্যান চ্যাপম্যান |
রচয়িতা | জেন ক্যাম্পিয়ন |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | মাইকেল নাইম্যান |
চিত্রগ্রাহক | স্টুয়ার্ট ড্রাইবুর্গ |
সম্পাদক | ভেরোনিকা জেনেট |
প্রযোজনা কোম্পানি | জ্যান চ্যাপম্যান প্রোডাকশন্স সাইবাই ২০০০ |
পরিবেশক | বিএসি ফিল্মস (ফ্রান্স) মিরাম্যাক্স ফিল্মস (মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া) |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১১৭ মিনিট |
দেশ | নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ফ্রান্স |
ভাষা | ইংরেজি মাউরি ব্রিটিশ প্রতীকী ভাষা |
নির্মাণব্যয় | US$৭ মিলিয়ন[1] |
আয় | US$১৪০ মিলিয়ন[2] |
নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের যৌথ-প্রযোজনায় নির্মিত দ্য পিয়ানো চলচ্চিত্রটি সমাদৃত এবং ব্যবসাসফল হয়। $৭ মিলিয়ন নির্মাণব্যয়ের চলচ্চিত্রটি বিশ্বব্যাপী $১৪০.২ মিলিয়ন আয় করে। হান্টার ও প্যাকুইন দুজনেই তাদের অভিনয়ের জন্য প্রশংসিত হন। ১৯৯৩ সালে চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসব থেকে পাল্ম দর লাভ করে, যার মধ্য দিয়ে জেন ক্যাম্পিয়ন প্রথম নারী পরিচালক হিসেবে এই পুরস্কার লাভ করেন। চলচ্চিত্রটি ১৯৯৪ সালের মার্চে প্রদত্ত একাডেমি পুরস্কারে ৮টি মনোনয়ন থেকে ৩টি পুরস্কার অর্জন করে, সেগুলো হল - শ্রেষ্ঠ অভিনেত্রী (হান্টার), শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী (প্যাকুইন) এবং শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য (ক্যাম্পিয়ন)। ১১ বছর বয়সে অস্কার জয়ী প্যাকুইন অস্কারের প্রতিযোগিতামূলক শাখায় পুরস্কার জয়ী দ্বিতীয় কনিষ্ঠ অভিনয়শিল্পী।
অভিনয়শিল্পীদল
- হলি হান্টার - অ্যাডা ম্যাকগ্রা
- হার্ভি কাইটেল - জর্জ বেইনস
- স্যাম নেইল - অ্যালিসডেয়ার স্টুয়ার্ট
- অ্যানা প্যাকুইন - ফ্লোরা ম্যাকগ্রা
- কেরি ওয়াকার - মোরাগ
- জেনেভিভ লেমন - নেসি
- টুনজিয়া বেকার - হিরা
- ইয়ান মুন - রেভারেন্ড
- পিটার ডেনেট - প্রধান নাবিক
- ক্লিফ কার্টিস - ম্যানা
- জর্জ বয়েল - অ্যাডার বাবা
- রোজ ম্যাকআইভার - অ্যাঞ্জেল
- মিকা হাকা - টাহু
তথ্যসূত্র
- "Box Office Information for The Piano"। দ্য র্যাপ। ১১ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- মার্গোলিস, এইচ. (২০০০)। Jane Campion's The Piano। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা ১৩৫। আইএসবিএন 9780521597210। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২১।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে দ্য পিয়ানো (ইংরেজি)
- টিসিএম চলচ্চিত্র ডেটাবেজে দ্য পিয়ানো
- বক্স অফিস মোজোতে দ্য পিয়ানো (ইংরেজি)
- রটেন টম্যাটোসে দ্য পিয়ানো (ইংরেজি)
- মেটাক্রিটিকে দ্য পিয়ানো (ইংরেজি)
- রজার ইবার্টের পর্যালোচনা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ সেপ্টেম্বর ২০১২ তারিখে
- ওজেডমুভিজে দ্য পিয়ানো
টেমপ্লেট:জেন ক্যাম্পিয়ন