দ্য নিউজ টুডে

দ্য নিউজ টুডে ইংরেজি ভাষায় প্রকাশিত বাংলাদেশের একটি জাতীয় দৈনিক পত্রিকা।[1] পত্রিকাটির মুদ্রণ সংখ্যা ঢাকার ইত্তেফাক ভবনের সিটি পাবলিশিং হাউজ থেকে প্রকাশিত হয়। প্রাইম মাল্টিমিডিয়া লিমিটেডের পক্ষে এমে খালেক প্রত্রিকাটি প্রকাশ করছেন। বর্তমানে মোসলেম উদ্দিন আহমেদ পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

দ্য নিউজ টুডে
ধরনদৈনিক এবং অনলাইন
সম্পাদকমোসলেম উদ্দিন আহমেদ
ভাষাইংরেজি
সদর দপ্তরফারিস্ট টাওয়ার (লেভেল-২), ৩৫, তোপখানা রোড,পুরান পল্টন, ঢাকা

তথ্য মন্ত্রণালযয়ের আওতাধীন বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত ৩০শে জুন ২০১৮ তারিখের হিসেব অনুযায়ী, দ্য নিউজ টুডের প্রচলন সংখ্যা ২৪,০১০ কপি।[2]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Bangladesh on the Tipaimukh Dam: A print media analysis"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১২-০২-১০। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০৯
  2. "জাতীয় দৈনিকের প্রচার সংখ্যা ও বিজ্ঞাপনের হার" (পিডিএফ)বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। Archived from the original on ১২ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.