দ্য ডেইলি অবজার্ভার
ডেইলি অবজার্ভার ইংরেজি ভাষায় প্রকাশিত বাংলাদেশের একটি জাতীয় দৈনিক পত্রিকা। বাংলাদেশের অন্যতম পুরাতন ইংরেজি দৈনিক দ্য বাংলাদেশ অবজার্ভার ২০১০ সালে প্রকাশ বন্ধ হয়ে যায়[1][2][3] এবং ২০১১ সালের ১লা ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ অবজার্ভারের সর্বশেষ সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী দ্য ডেইলি অবজার্ভার নামে নতুন করে এই পত্রিকা প্রকাশ শুরু করেন।[4]
ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
ফরম্যাট | ব্রডশিট |
মালিক | অবজার্ভার লিমিটেড |
প্রকাশক | অবজার্ভার লিমিটেড |
সম্পাদক | ইকবাল সোবহান চৌধুরী |
প্রতিষ্ঠাকাল | ১ ফেব্রুয়ারি ২০১১ |
ভাষা | ইংরেজি |
সদর দপ্তর | ৯৩, মতিঝিল বা/এ (দ্বিতীয় তলা), ঢাকা-১০০০ |
ওয়েবসাইট | observerbd |
তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত ৩০শে জুন ২০১৮ তারিখের হিসেব অনুযায়ী ডেইলি অবজার্ভারের প্রচলন সংখ্যা ৩৭,৭৫০ কপি[5] যা বাংলাদেশ থেকে প্রকাশিত জাতীয় ইংরেজি দৈনিকসমূহের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে।
তথ্যসূত্র
- "Bangladesh Observer closed 'for now'"। Bdnews।
- "Sad demise of the Bangladesh Observer"। Daily Star।
- "MP Enamul Haque rants against Iqbal Sobhan Chowdhury over news"। Bdnews।
- "Working for Journalistic Excellence At The Daily Observer" (পিডিএফ)। bracu.ac.bd। ৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৮।
- "জাতীয় দৈনিকের প্রচার সংখ্যা ও বিজ্ঞাপনের হার" (পিডিএফ)। বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। Archived from the original on ৯ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৮।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.