দ্য গার্ডিয়ান
দ্য গার্ডিয়ান (ইংরেজি: The Guardian) ১৮২১ সালে প্রতিষ্টিত যা ১৯৫৯ সাল অবধি দ্য মাঞ্চেস্টার গার্ডিয়ান নামে পরিচিত ছিল, একটি ব্রিটেনের একটি জাতীয় দৈনিক পত্রিকা। বর্তমানে এই পত্রিকার সম্পাদক অ্যালান রুসব্রিজার। ১৯ শতকে স্থানীয় পত্রিকা হিসেবে চালু হওয়া এই পত্রিকাটি পরবর্তিতে জাতীয় পত্রিকায় রূপ নেয় যার বর্তমানে একটি জটিল সাংগঠনিক রূপ বিদ্যমান এবং ইন্টারনেট ব্যবস্থার কল্যাণে এটি আন্তর্জাতিক গণমাধ্যমে রূপ নিয়েছে। এই প্রকাশনীর দ্য অভসার্ভার ও দ্য গার্ডিয়ান উইকলি নামে দুটি সাপ্তাহিকী প্রকাশ করে থাকে।
ধরন | দৈনিক পত্রিকা |
---|---|
ফরম্যাট | বার্লিনার |
মালিক | গার্ডিয়ান মিডিয়া গ্রুপ |
প্রকাশক | গার্ডিয়ান সংবাদ ও মিডিয়া |
সম্পাদক | অ্যালেন রুসব্রিজার |
মতামত সম্পাদক | মার্ক হেনরি |
প্রতিষ্ঠাকাল | ১৮২১ সালে দ্যা মাঞ্চেস্টার গার্ডিয়ান হিসেবে জন এডওয়ার্ডসের টেলর |
রাজনৈতিক মতাদর্শ | কেন্দ্র-বাম[1] লিবারেল |
ভাষা | ইংরেজি |
সদর দপ্তর | কিং প্লেস, ৯০ ইয়র্ক ওয়ে, London N1 9GU |
প্রচলন | ২০৪,২২২ (ডিসেম্বর ২০১২)[2] |
সহোদর সংবাদপত্র | দ্যা অবজার্ভার দ্যা গার্ডিয়ান উইকলি |
আইএসএসএন | ০২৬১-৩০৭৭ |
ওসিএলসি নম্বর | ৬০৬২৩০৭৮ |
ওয়েবসাইট | guardian.co.uk |
দ্য গার্ডিয়ান এর প্রতিদিনের প্রকাশন প্রায় ২০৪,২২২ যেটি সংখ্যার দিক দিয়ে দ্য ডেইলি টেলিগ্রাফ এবং দ্য টাইমস এর চেয়ে কম কিন্তু দ্য ইন্ডিপেন্ডেন্ট এর চেয়ে বেশি।[2]
তথ্যসূত্র
- Wells, Matt (১৬ অক্টোবর ২০০৪)। "World writes to undecided voters"। The Guardian। London। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০০৮।
- www.guardian.co.uk
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.