দ্য কোকা-কোলা কোম্পানি
দ্য কোকা-কোলা কোম্পানি (NYSE: KO) একটি মার্কিন বহুজাতিক কোমল পানীয় প্রস্তুতকারক কোম্পানি। তাদের হেডকোয়ার্টার্স রয়েছে যুক্তরাষ্ট্রের জর্জিয়া প্রদেশের আটলান্টায়।[2] এই কোম্পানিটি তাদের অন্যতম পণ্য কোকা-কোলার জন্য অধিক পরিচিত, যা ১৮৮৬ সালে ফার্মাসিস্ট জন স্টিথ পেম্বার্টন উদ্ভাবন করেন।[3]
ধরন | পাবলিক |
---|---|
শেয়ারবাজার প্রতীক | NYSE: KO Dow Jones Industrial Average Component S&P 500 Component |
আইএসআইএন | US1912161007 |
শিল্প | পানীয় |
প্রতিষ্ঠাকাল | ১৮৮৬ |
প্রতিষ্ঠাতা | আসা গ্রিগস ক্যান্ডলার |
সদরদপ্তর | , |
বাণিজ্য অঞ্চল | বিশ্বব্যাপী |
প্রধান ব্যক্তি | মুথার কেন্ট (চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী) |
পণ্যসমূহ | দ্য কোকা-কোলা কোম্পানির পণ্যের তালিকা |
আয় | $ ৪৬.৮৫৪ বিলিয়ন (২০১২)[1] |
সুদ ও করপূর্ব আয় | $ ১০.২২৮ বিলিয়ন (২০১৩)[1] |
নীট আয় | $ ৮.৫৮৪ বিলিয়ন (২০১৩)[1] |
মোট সম্পদ | $ ৯০.০৫৫ বিলিয়ন (২০১৩)[1] |
মোট ইকুইটি | $ ৩৩.৪৪ বিলিয়ন (২০১৩)[1] |
কর্মীসংখ্যা | ১৩০,৬০০ (ডিসেম্বর ২০১৩)[1] |
অধীনস্থ প্রতিষ্ঠান | দ্য কোকা-কোলা কোম্পানির অধীনস্থ কোম্পানিগুলোর তালিকা |
ওয়েবসাইট | Coca-ColaCompany.com |
কোকা-কোলার বর্তমানে ২০০টিরও অধিক দেশ বা অঞ্চলে ৫০০টিরও অধিক ব্র্যান্ড রয়েছে এবং প্রতিদিন তারা ১.৭ বিলিয়ন মানুষকে তা পরিবেশন করে থাকে।[4] এই কোম্পানি ১৮৮৯ সাল থেকে এক ধরনের ফ্রাঞ্জাইজি ভিত্তিক বিপণন ব্যবস্থা চালু রেখেছে যেখানে কোম্পানিটি শুধুমাত্র সিরাপ জাতীয় পণ্য প্রস্তুত করে যা বিশ্বব্যাপী বিভিন্ন কোম্পানির কাছে বিক্রয় করা হয় যারা বিশ্বব্যাপী তা বিপণন করে। উত্তর আমেরিকায় দ্য কোকা-কোলা কোম্পানির নিজস্ব বিপণন কোম্পানি রয়েছে যার নাম কোকা-কোলা রিফ্রেশমেন্ট।
অধিগ্রহন
দ্য কোকা-কোলা কোম্পানির অধিগ্রহণের লম্বা ইতিহাস রয়েছে। ১৯৬০ সালে তারা অধিগ্রহণ করে মিনিট মেইড,[5] ১৯৯৩ সালে ভারতীয় কোলা কোম্পানি থামস আপ এবং ১৯৯৫ সালে তারা অধিগ্রহণ করে ব্রাক’স।[6] ২০০১ সালে ফলের জুসের কোম্পানি ওডওয়ালাকে ১৮১ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে অধিগ্রহণ করে তারা।[7][8] ২০০৭ সালে ফিউজ বেভারেজকে ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে তারা অধিগ্রহণ করে।[9][10] ১৯৮২ সালে দ্য কোকা-কোলা কোম্পানি ৬৯৩ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে কলাম্বিয়া পিকচার্সকে কিনে নেয়। এটি ছিল তাদের প্রথম নন-বেভারেজ অধিগ্রহণ। অবশ্য, ১৯৮৯ সালে সনির কাছে ৩ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে চলচ্চিত্র স্টুডিওটি বিক্রয় করে তারা।[11]
উপার্জন
২০০৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুসারে,[12] এই কোম্পানি ২০০টিরও অধিক দেশে তাদের পণ্য বিক্রয় করে থাকে। ওই প্রতিবেদন থেকে আরও জানা যায় যে বিশ্বব্যাপী প্রতিদিন ৫০ বিলিয়নের অধিক সকল ধরনের পানীয় সরবরাহ করা হয় যার মধ্যে ১.৫ বিলিয়ন পানীয় শুধুমাত্র দ্য কোকা-কোলা কোম্পানির ট্রেডমার্ক বা লাইসেন্সযুক্ত (২০১০ সালের প্রতিবেদনে দেখা যায় বর্তমানে তারা প্রতিদিন ১.৬ বিলিয়ন পানীয় বিশ্বব্যাপী সরবরাহ করে থাকে)। এই পানীয়গুলোর মধ্যে কোম্পানির মোট বিক্রয়ের ৭৮ শতাংশই "কোকা-কোলা" বা "কোক" ট্রেডমার্কযুক্ত।
২০০৭ সালের বার্ষিক প্রতিবেদন অনুসারে, কোকা-কোলার মোট বিক্রয় ছিল নিম্নরূপ:
- ৪৩% যুক্তরাষ্ট্রে
- ৩৭% মেক্সিকো, ভারত, ব্রাজিল, জাপান এবং চীনে
- ২০% বিশ্বের অন্যান্য দেশে
আরও দেখুন
তথ্যসূত্র
- "The Coca-Cola Company Form 10-K"। Securities and Exchange Commision। ২৭ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৪।
- "The Coca-Cola Brands"। coca-colacompany.com। ২৪ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৩।
- "Who Invented Coca Cola?"। Whoinventedit.net। ২৭ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৩।
- "Coca-Cola FAQs – General"। coca-colacompany.com। ১৯ ডিসেম্বর ২০১২। ২৫ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৩।
- "History of The Minute Maid Company"। Fundinguniverse.com। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৩।
- "Barq's Root Beer: History"। Coca-Cola। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৩।
- "Coca Cola, Form SC TO-T, Filing Date Oct 30, 2001"। secdatabase.com। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৩।
- "Coke Buys Odwalla"। CNN Money। ৩০ অক্টোবর ২০০১। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৩।
- "Coca Cola, Form 10-K, Annual Report, Filing Date Feb 21, 2007" (PDF)। secdatabase.com। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৩।
- "Boulder Daily Camera"। ১২ ফেব্রুয়ারি ২০০৭। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৩।
- Sellers, Patricia; Woods, Wilton (১৩ অক্টোবর ১৯৯৭)। "WHERE COKE GOES FROM HERE"। Fortune। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৩।
- "Coca Cola Company Form 10-K 2005"। SEC। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৪।