দ্য এশিয়ান এজ (ভারত)
দ্য এশিয়ান এজ একটি ভারতীয় সংবাদপত্র যা ভারতের বিভিন্ন শহর ও বহিঃবিশ্ব থেকে প্রকাশিত হয়।
ধরন | দৈনিক |
---|---|
ফরম্যাট | প্রিন্ট, অনলাইন |
প্রতিষ্ঠাতা | এম. জে. আকবর |
প্রকাশক | ডেকান ক্রোনিকাল হোল্ডিংস লিমিটেড |
প্রধান সম্পাদক | আদিত্য সিনহা |
সম্পাদক | সীমা মুস্তফা |
প্রতিষ্ঠাকাল | ফেব্রুয়ারি ১৯৯৪ |
রাজনৈতিক মতাদর্শ | Centre |
ভাষা | ইংরেজি |
শহর | দিল্লি, মুম্বাই এবং কলকাতা |
দেশ | ভারত |
প্রচলন | ১,০০০,০০০ |
সহোদর সংবাদপত্র | ডেকান ক্রনিকল |
ওয়েবসাইট | www |
ফ্রি অনলাইন আর্কাইভ | onlineepaper |
ইতিহাস
১৯৯৪ সালের ফেব্রুয়ারি মাসে বিশিষ্ট সাংবাদিক এম জে আকবরের সম্পাদনায় দিল্লি, মুম্বাই ও লন্ডন শহর থেকে একযোগে এই পত্রিকা আত্মপ্রকাশ করে। বর্তমানে এই তিন শহর ছাড়াও কলকাতা ও বেঙ্গালুরু থেকেও এশিয়ান এজ প্রকাশিত হয়।
প্রকাশনা
এই পত্রিকা তাদের আন্তর্জাতিক সংবাদ কভারেজের জন্য প্রসিদ্ধ। পূর্বে এর সপ্তাহান্তিক সাপ্লিমেন্টে দ্য নিউ ইয়র্ক টাইমস ও ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন থেকে গল্প ও নিবন্ধ ছাপা হত। বর্তমানে এই পত্রিকার সামগ্রিক সার্কুলেশন ১,০০,০০০ এবং এটি দেশের সেরা দশটি দৈনিকের অন্যতম।
আরও দেখুন
- এম. জে. আকবর;
- ভারতের সংবাদপত্রের তালিকা।
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.