দি অ্যাড্ভেঞ্চার্স অব অগি মার্চ
দি অ্যাড্ভেঞ্চার্স অফ অগি মার্চ (ইংরেজি: The Adventures of Augie March) সল বেলো রচিত একটি ইংরেজি উপন্যাস যা ১৯৫৩ সালে প্রথম প্রকাশিত হয়। উপন্যাসটির মূল চরিত্র অগি মার্চ নামের এক বালক যে গ্রেট ডিপ্রেশন বা মহামন্দার সময় বেড়ে ওঠে। এই পিকারেস্ক উপন্যাসটি বিল্ডুংসরোমান-এর একটি দৃষ্টান্ত, যাতে বালক থেকে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার পথে একজন ব্যক্তির বিকাশ ধারাবাহিকভাবে সাক্ষাৎ, পেশা এবং সম্পর্কের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
লেখক | Saul Bellow |
---|---|
দেশ | United States |
ভাষা | English |
ধরন | Picaresque novel |
প্রকাশক | Viking Press |
প্রকাশনার তারিখ | 1953 |
মিডিয়া ধরন | Print (Hardcover & Paperback) |
পৃষ্ঠাসংখ্যা | 536 pp |
আইএসবিএন | NA আইএসবিএন বৈধ নয় |
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.