দ্বিতীয় মুয়াবিয়া

দ্বিতীয় মুয়াবিয়া (বা মুয়াবিয়া ইবনে ইয়াজিদ) (معاوية بن يزيد) (28 মার্চ ৬৬১ – জানুয়ারি/ফেব্রুয়ারি ৬৮৪) ছিলেন তৃতীয় উমাইয়া খলিফা। তার পিতা প্রথম ইয়াজিদের মৃত্যুর পর তিনি ক্ষমতায় আসেন। তিনি চার মাসের মত ক্ষমতায় ছিলেন। তার ক্ষমতারোহণের সময় আবদুল্লাহ ইবনে জুবায়েরের খিলাফত দাবি ও হেজাজসহ অন্যান্য এলাকার নিয়ন্ত্রণের কারণে সাম্রাজ্যে বিশৃংখলা বিরাজ করছিল।

দ্বিতীয় মুয়াবিয়া
উমাইয়া রাজবংশের ৩য় খলিফা
দামেস্কের উমাইয়া খলিফা
রাজত্ব৬৮৩–৬৮৪
পূর্বসূরিপ্রথম ইয়াজিদ
উত্তরসূরিপ্রথম মারওয়ান
জন্ম৬৬১
মৃত্যু৬৮৪
পূর্ণ নাম
মুয়াবিয়া ইবনে ইয়াজিদ
রাজবংশউমাইয়া রাজবংশ
পিতাপ্রথম ইয়াজিদ

তথ্যসূত্র

    আরও দেখুন

    দ্বিতীয় মুয়াবিয়া
    রাজত্বকাল শিরোনাম
    পূর্বসূরী
    প্রথম ইয়াজিদ
    উমাইয়া খলিফা
    ৬৮৩–৬৮৪
    উত্তরসূরী
    প্রথম মারওয়ান
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.