দ্বিতীয় জাতীয় সংসদ
দ্বিতীয় জাতীয় সংসদ (২ এপ্রিল ১৯৭৯ - ২০ মার্চ ১৯৮২) ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত হয়।[1] নির্বাচনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৩০০টি আসনের মধ্যে ২০৭টি আসন লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং শাহ আজিজুর রহমানকে প্রধান করে সরকার গঠন করে। ২ এপ্রিল সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত ৩০০ জন ও সংরক্ষিত মহিলা আসনের ৩০ জনসহ মোট ৩৩০ জন সংসদ সদস্য নিয়ে দ্বিতীয় সংসদ যাত্রা শুরু করে।[2] এ সংসদ ২ বছর ১১ মাস। স্থায়ী ছিল।[3] এ সংসদে পূর্বে সংরক্ষিত মহিলা আসন ছিল ১৫টি যা ৩০টিতে উন্নীত করা হয়। মির্জা গোলাম হাফিজ সংসদের স্পিকার এবং সুলতান আহমেদ চৌধুরী ডেপুটি স্পিকার নির্বাচিত হন।[2]
দ্বিতীয় জাতীয় সংসদ | |
---|---|
ধরন | |
ধরন | |
মেয়াদসীমা | ২ বছর ১১ মাস। |
ইতিহাস | |
শুরু | ২ এপ্রিল ১৯৭৯ |
বিলুপ্তি | ২০ মার্চ ১৯৮২ |
পূর্বসূরী | প্রথম জাতীয় সংসদ |
উত্তরসূরী | তৃতীয় জাতীয় সংসদ |
নেতৃত্ব | |
ডেপুটি স্পীকার | |
গঠন | |
আসন | ৩৩০ |
রাজনৈতিক দল | সরকার(২০৭)
বিরোধী দল(৭৭)
অন্যান্য
|
নির্বাচন | |
সর্বশেষ নির্বাচন | দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন |
পরবর্তী নির্বাচন | তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন |
সভাস্থল | |
জাতীয় সংসদ ভবন, শের-ই-বাংলা নগর, ঢাকা, বাংলাদেশ | |
ওয়েবসাইট | |
http://www.parliament.gov.bd/ |
এ সংসদে প্রথমবারেরমত জনগণের সরাসরি ভোটে একজন নারী সংসদ সদস্য নির্বাচিত হন।[2] সৈয়দা রাজিয়া ফয়েজ বাংলাদেশ মুসলিম লীগ থেকে নির্বাচন করে জয় লাভ করেন।[2] ৫৪ আসন পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধীদলের মর্যাদা পায় এবং আসাদুজ্জামান খান বিরোধীদলীয় নেতা নির্বাচিত হন।
উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ
তথ্যসূত্র
- "Tenure of All Parliaments"। www.parliament.gov.bd। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২০।
- "প্রাক্তন সংসদসমূহ" (পিডিএফ)। জাতীয় সংসদ। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০।
- "জাতীয় সংসদ"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২০।