দৌড় (ওয়েব ধারাবাহিক)
দৌড় হল রায়হান খান নির্মিত একটি বাংলাদেশী ধারাবাহিক ওয়েব নাটক যেখানে মোশাররফ করিম ঢাকার একজন ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন। নয়টি পর্ব নিয়ে গঠিত এই ধারাবাহিকটি ২ মে ২০২২ তারিখে হইচইয়ে প্রিমিয়ার হয়।[1] ওয়েব ধারাবাহিকটি হইচই প্ল্যাটফর্মে প্রথম সপ্তাহে সর্বাধিক সংখ্যক স্ট্রিমিংয়ের রেকর্ড তৈরি করেছে। সুবর্ণা মুস্তাফা তার ফেসবুক অ্যাকাউন্টে ধারাবাহিকটির প্রশংসা করেন।[2]
দৌড় | |
---|---|
ধরন | রোমাঞ্চকর |
নির্মাতা | রায়হান খান |
অভিনয়ে |
|
মূল দেশ |
|
মূল ভাষা | বাংলা |
মৌসুমের সংখ্যা | ১ |
পর্বের সংখ্যা | ৯ |
নির্মাণ | |
নির্মাণের স্থান | বাংলাদেশ |
ব্যাপ্তিকাল | ২০–৩০ মিনিট |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | হইচই |
মূল মুক্তির তারিখ | ২ মে ২০২২ |
পটভূমি
ওয়েব সিরিজের ঘটনাগুলো একটি গাড়ি নিয়ে। বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিনের গাড়ি চুরি হয়েছে। রুহুল আমিন বিষয়টি পুলিশকে জানান। কিন্তু সে বুঝতে পারেনি যে তার গাড়িতে কিছু গোপন নথি ছিল যেগুলো পুলিশের হাতে পড়লে বিপজ্জনক হতে পারে। ইতিমধ্যে, তিনি তার স্ত্রীর কাছ থেকে জানতে পারেন যে তাদের সন্তান নিখোঁজ রয়েছে। জানা গেছে, তাদের শিশুটি গাড়ির ডিক্কিতে উঠেছিল। এখন রুহুল আমিনকে গাড়ি খুঁজতে হবে।
অভিনয়ে
- রুহুল আমিন চরিত্রে মোশাররফ করিম[3]
- ইন্তেখাব দিনার[3]
- তারিক আনাম খান[3]
- রুহুল আমিনের স্ত্রী হিসেবে রোবেনা রেজা জুঁই[3]
- গাড়ি চোর চরিত্রে ইরফান সাজ্জাদ[3]
- গাড়ি চোর চরিত্রে তাসনুভা তিশা[3]
- গাড়ি চোর চরিত্রে উজ্জল মাহমুদ[3]
পর্বসমূহ
মৌসুম | পর্ব | মূল মুক্তি | |||
---|---|---|---|---|---|
১ | ৯ | ২ মে ২০২২ |
ধারাবাহিক ১ (২০২২)
সামগ্রিক নং. | পর্ব | পরিচালক | লেখক | মূল মুক্তির তারিখ |
---|---|---|---|---|
১ | মাত্র তো শুরু | রায়হান খান | রায়হান খান | ২ মে ২০২২ |
২ | সায়ান নেই | রায়হান খান | রায়হান খান | ৩ মে ২০২২ |
৩ | সময় নেই | রায়হান খান | রায়হান খান | ৪ মে ২০২২ |
৪ | অতঃপর চারজন | রায়হান খান | রায়হান খান | ৫ মে ২০২২ |
৫ | পালাবার পথ নেই | রায়হান খান | রায়হান খান | ৬ মে ২০২২ |
৬ | তুরুপের তাস | রায়হান খান | রায়হান খান | ৭ মে ২০২২ |
৭ | আর একটা দৌড় | রায়হান খান | রায়হান খান | ৮ মে ২০২২ |
৮ | ফেরারি রুহুল | রায়হান খান | রায়হান খান | ৯ মে ২০২২ |
৯ | পর্দার আড়ালে | রায়হান খান | রায়হান খান | ১০ মে ২০২২ |
নির্মাণ
ওয়েব ধারাবাহিকটির চিত্রধারণ শুরু হয় ২০২২ সালের জানুয়ারিতে। দুদিন পর কাজ শেষ হয়। এই ধারাবাহিকে রাফিয়াথ রশিদ মিথিলার অভিনয়ের কথা থাকলেও তাকে ছাড়াই চিত্রধারণ শুরু হয়।[4]
মুক্তি
এপ্রিল ২০২২-এ ধারাবাহিকটির ট্রেলার হইচইয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।[5]
তথ্যসূত্র
- "Mosharraf Karim: ইদে আসছে 'দৌড়', ওয়েব সিরিজে মোশারফ করিমের বিপরীতে এই প্রথম স্ত্রী জুঁই"। Anandabazar। ২৭ এপ্রিল ২০২২।
- "হইচইয়ের সব স্ট্রিমিং রেকর্ড ভাঙল মোশারফের 'দৌড়'!"। Somoy News। ১৯ মে ২০২২।
- "এগিয়ে মোশাররফ করিমের 'দৌড়'"। The Daily Star। ১৭ মে ২০২২।
- "একই সিরিজে গুরু-শিষ্য, থাকছেন মিথিলা-নাঈমও"। NTV Online। ১০ জানুয়ারি ২০২২।
- "মোশাররফ করিমের 'দৌড়', সঙ্গে তাঁর স্ত্রী রোবেনাও"। Prothom Alo। ২৬ এপ্রিল ২০২২।
বহিঃসংযোগ
- হইচই-এ দৌড়
- ইন্টারনেট মুভি ডেটাবেজে দৌড় (ইংরেজি)