দৌড় (ওয়েব ধারাবাহিক)

দৌড় হল রায়হান খান নির্মিত একটি বাংলাদেশী ধারাবাহিক ওয়েব নাটক যেখানে মোশাররফ করিম ঢাকার একজন ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন। নয়টি পর্ব নিয়ে গঠিত এই ধারাবাহিকটি ২ মে ২০২২ তারিখে হইচইয়ে প্রিমিয়ার হয়।[1] ওয়েব ধারাবাহিকটি হইচই প্ল্যাটফর্মে প্রথম সপ্তাহে সর্বাধিক সংখ্যক স্ট্রিমিংয়ের রেকর্ড তৈরি করেছে। সুবর্ণা মুস্তাফা তার ফেসবুক অ্যাকাউন্টে ধারাবাহিকটির প্রশংসা করেন।[2]

দৌড়
ধরনরোমাঞ্চকর
নির্মাতারায়হান খান
অভিনয়ে
মূল দেশ
  • বাংলাদেশ
মূল ভাষাবাংলা
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা
নির্মাণ
নির্মাণের স্থানবাংলাদেশ
ব্যাপ্তিকাল২০–৩০ মিনিট
মুক্তি
মূল নেটওয়ার্কহইচই
মূল মুক্তির তারিখ মে ২০২২ (2022-05-02)

পটভূমি

ওয়েব সিরিজের ঘটনাগুলো একটি গাড়ি নিয়ে। বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিনের গাড়ি চুরি হয়েছে। রুহুল আমিন বিষয়টি পুলিশকে জানান। কিন্তু সে বুঝতে পারেনি যে তার গাড়িতে কিছু গোপন নথি ছিল যেগুলো পুলিশের হাতে পড়লে বিপজ্জনক হতে পারে। ইতিমধ্যে, তিনি তার স্ত্রীর কাছ থেকে জানতে পারেন যে তাদের সন্তান নিখোঁজ রয়েছে। জানা গেছে, তাদের শিশুটি গাড়ির ডিক্কিতে উঠেছিল। এখন রুহুল আমিনকে গাড়ি খুঁজতে হবে।

অভিনয়ে

পর্বসমূহ

মৌসুমপর্বমূল মুক্তি
 মে ২০২২ (2022-05-02)

ধারাবাহিক ১ (২০২২)

সামগ্রিক
নং.
পর্বপরিচালকলেখকমূল মুক্তির তারিখ
মাত্র তো শুরুরায়হান খানরায়হান খান মে ২০২২ (2022-05-02)
সায়ান নেইরায়হান খানরায়হান খান মে ২০২২ (2022-05-03)
সময় নেইরায়হান খানরায়হান খান মে ২০২২ (2022-05-04)
অতঃপর চারজনরায়হান খানরায়হান খান মে ২০২২ (2022-05-05)
পালাবার পথ নেইরায়হান খানরায়হান খান মে ২০২২ (2022-05-06)
তুরুপের তাসরায়হান খানরায়হান খান মে ২০২২ (2022-05-07)
আর একটা দৌড়রায়হান খানরায়হান খান মে ২০২২ (2022-05-08)
ফেরারি রুহুলরায়হান খানরায়হান খান মে ২০২২ (2022-05-09)
পর্দার আড়ালেরায়হান খানরায়হান খান১০ মে ২০২২ (2022-05-10)

নির্মাণ

ওয়েব ধারাবাহিকটির চিত্রধারণ শুরু হয় ২০২২ সালের জানুয়ারিতে। দুদিন পর কাজ শেষ হয়। এই ধারাবাহিকে রাফিয়াথ রশিদ মিথিলার অভিনয়ের কথা থাকলেও তাকে ছাড়াই চিত্রধারণ শুরু হয়।[4]

মুক্তি

এপ্রিল ২০২২-এ ধারাবাহিকটির ট্রেলার হইচইয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।[5]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.