দোহালিয়া ইউনিয়ন

দোহালিয়া ইউনিয়ন বাংলাদেশের সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার একটি ইউনিয়ন।[1][2]

দোহালিয়া
ইউনিয়ন
দোহালিয়া ইউনিয়ন পরিষদ।
দোহালিয়া
দোহালিয়া
বাংলাদেশে দোহালিয়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৫°০′৪২.০০১″ উত্তর ৯১°৩৩′৩২.০০০″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাসুনামগঞ্জ জেলা
উপজেলাদোয়ারাবাজার উপজেলা 
আয়তন
  মোট২,৬৪৬ হেক্টর (৬,৫৩৯ একর)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী)
  মোট২৫,৮৬৫
  জনঘনত্ব৯৮০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৯০ ৩৩ ৩২
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান ও সীমানা

এই ইউনিয়নের পুর্বে ছাতক ইউনিয়ন উত্তরে দোয়ারা বাজার ইউনিয়ন পশ্চিমে পান্ডার গাও ইউনিয়ন এবং দক্ষিনে ছাতকে টেটিয়ার চর এবং আচার কাচার ইউনিয়ন অবস্থিত । এই ইউনিয়নে মোট ৯ টি ওয়ার্ড নিয়ে ঘঠিত হয়। সমগ্র ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ১৮৭৪৯ ( ২০২১) সালের নির্বাচন অফিসের ঘোষনা অনুযায়ী।

ইতিহাস

দোহালিয়া ইউনিওন এর ইতিহাস অথবা নামকরন নিয়ে একটা কথা শুনা যায় যে, এই ইউনিয়নের দোহালিয়া নামক এক গ্রামে তখন দুই ভাই বসবাস করত।তারা দুই ভাই ছিলেন বেশী অলস । সিলেটের আঞ্চলিক ভাষায় অলস কে আইল্লা অথবা আইলসা বলতেন । এক দিন শীতের রাতে সেই দুই ভাইয়ের ঘরে আগুন লেগে যায় এবং গ্রামের সবাই এসে আগুন নিয়ন্ত্রনে আনতে চেষ্টা করে ব্যর্থ হয় । সমগ্র ঘড়ে আগুনে ধাউ ধাউ করলেও তার দুই ভাই অলসতার কারনে ঘড় থেকে বের হয়নি। গ্রামের সবাই তাদের ডাকাডাকি করে ব্যার্থ হয় তারপর সেই দুই ভাই ঘড়ের ভেতর থেকে আর বের হতে পারেনি ।সেই ঘটনা চারদিকের এলাকায় জানাজানি হয়ে গেলে লোকে সেই গ্রামকে দুই আইল্লার গ্রাম বলে ডাকতে শুরু করে ।সেই দুই আইল্লা থেকে এই গ্রামের নাম হয় দোহালিয়া গ্রাম ।

আয়তন ও জনসংখ্যা

দোহালিয়া ইউনিওনের আয়তন ৬৫৩৯ একর । জনসংখ্যা পুরুষ ১০২৮৯ এবং মহিলা ৯৯৩০ জন । এই ইউনিয়নে অনেক জায়গা হাওর এবং ছোট বড় অনেক খাল বা নদীতে ছড়িয়ে আছে ।

শিক্ষা

শিক্ষার হার : ২৩.৩০ শিক্ষার দিক দিয়ে পিছিয়ে পরা এই ইউনিওনের মূল সমস্যা হল ভাল শিক্ষাপ্রতিষ্টান না থাকার কারনে । এবং মাত্র একটি উচ্চ বিদ্যালয় যেতে আসতে শিক্ষার্থীদের অনেক ভুগান্তির শিকার হতে হয় ।

শিক্ষা প্রতিষ্ঠানঃ সারা ইউনিয়নের মাত্র একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয় ( প্রগতি উচ্চ বিদ্যালয় )

জনপ্রতিনিধি

বর্তমান চেয়ারম্যান- জনাব শামীমুল ইসলাম শামীম

চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদ
০১
০২
০৩

তথ্যসূত্র

  1. "দোহালিয়া ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৩ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০
  2. "দোয়ারাবাজার উপজেলা"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.