দৈনিক বাংলার বাণী
দৈনিক বাংলার বাণী ছিল বাংলা ভাষায় প্রকাশিত একটি বাংলাদেশী জাতীয় পত্রিকা।[1][2][3] বাংলার বাণী ধর্মনিরপেক্ষ আদর্শবাদী ছিল এবং বাংলাদেশ আওয়ামী লীগ এর পক্ষে ছিল।[4]
ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
ফরম্যাট | ব্রডশিট |
প্রতিষ্ঠাতা | হাফিজ হাফিজুর রহমান শেখ ফজলুল হক মনি |
প্রতিষ্ঠাকাল | ১৯৬৯ |
ভাষা | বাংলা ভাষা |
ইতিহাস
হাফেজ হাবিবুর রহমান এবং শেখ ফজলুল হক মনি ১৯৬৯ সালে দৈনিক বাংলার বাণী প্রকাশ শুরু করেছিলেন।[5] ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে দৈনিক বাংলার বাণী প্রকাশিত হত।[6]। সংবাদপত্রটি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এর ভাগ্নে শেখ ফজলুল হক মনি প্রতিষ্ঠা করেছিলেন [7] বাংলাদেশের স্বাধীনতার পরে, বাংলার বাণী ১৯৭২ সালের ২১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় প্রকাশ হতে শুরু করে। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন কাগজে সর্বাধিক পরিমাণে সরকারি বিজ্ঞাপন দেওয়া হয়।[8] জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ সরকার, সেনাবাহিনীর কাছে অস্ত্র সরবরাহের অভিযোগ এনে এই পত্রিকাটিকে ১৯৮৭ সালের ফেব্রুয়ারিতে নিষিদ্ধ ঘোষণা করেন।[9][10]
তথ্যসূত্র
- "Developed countries must be blamed for degrading our environment"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৫ জানুয়ারি ২০০০। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৭।
- "Only they dare!"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৪ জানুয়ারি ১৯৯৯। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৭।
- "Poet Shamsul Islam passes away"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৭।
- IDSA News Review on South Asia/Indian Ocean (ইংরেজি ভাষায়)। Institute for Defence Studies and Analyses। ১৯৮৭। পৃষ্ঠা 1260।
- Harun, Shamsul Huda (১৯৮৬)। Bangladesh Voting Behaviour: A Psephological Study, 1973 (ইংরেজি ভাষায়)। Dhaka University। পৃষ্ঠা 138।
- "Newspapers in the Time of War"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৩ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৭।
- Zaker, Aly। "We owe it all to Bangabandhu"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৭।
- Ullāha, Māhaphuja (২০০২)। Press Under Mujib Regime (ইংরেজি ভাষায়)। Kakali Prokashani। পৃষ্ঠা 91–92। আইএসবিএন 9789844372894।
- Jones, Derek (২০০১)। Censorship: A World Encyclopedia (ইংরেজি ভাষায়)। Routledge। আইএসবিএন 9781136798634। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৭।
- "We wish to inform you"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১ এপ্রিল ২০১৩। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৭।